New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/rain-lead.jpg)
ফাইল ছবি।
বসন্তের আকাশে গরমের দাপটে হিমশিম বঙ্গবাসী। তবে চিন্তা নেই! সপ্তাহান্তেই হাঁসফাঁস গরমে শান্তির জল ছেটাতে আসছে বৃষ্টি। টানা তিন দিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। ছবি: শশী ঘোষ। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: শশী ঘোষ। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। ছবি: শশী ঘোষ। সোমবার কলকাতা-সহ গোটা রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ছবি: শশী ঘোষ। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৪ শতাংশ। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। ছবি: শশী ঘোষ। Kolkata Summer Express Photo Shashi Ghosh এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। দোলের আগে কি ফের বৃষ্টি হবে? যদিও যে ব্যাপারে এখনই কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ।