করোনা কাঁপুনির মধ্য়েই দহনে হিমশিম অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। শেষমেশ বারিধারায় রোদে পোড়া বঙ্গভূমিতে এখন ঠান্ডার আমেজ। গত কয়েকদিনের বৃষ্টি আর কালবৈশাখীর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে গা জ্বালানি গরম উধাও। কালো মেঘের আড়ালে মাঝে মধ্য়ে রোদের যেন লুকোচুরি খেলা চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও কয়েকদিন বৃষ্টিতে ভিজবে বাংলা। নিজস্ব ছবি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজও রাজ্য়ের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে। নিজস্ব ছবি।
মূলত আপেক্ষিক আর্দ্রতা বাড়লে বাতাসে জলীয় বাষ্প ধারণের পরিমান বৃদ্ধি পায়। পাশাপাশি এই উষ্ণ বায়ু উপরে এসে শীতল বায়ুর সংস্পর্শে আসলে বৃষ্টির মেঘ ঘনীভূত হয়।
বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও দমকা হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ফাইল ছবি।
শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গী দমকা হাওয়া।
শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফাইল ছবি।
রবি ও সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ফাইল ছবি।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি নীচে।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্য়ূনতম ৬৫ শতাংশ।