আমফানের হানায় বাংলার আকাশ সেই যে কালো মেঘের চাদরে মুড়েছে, এখনও সেই মেঘের চাদর সরেনি। মাঝেমধ্য়ে সূয্য়িমামা উঁকি মারলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার। শুধু কী তাই, এখনও অব্য়াহত ঝোড়ো হাওয়ার দাপট। পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। ছবি: পল্লবী দে।
মালদায় বজ্রবিদ্য়ুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ছবি: পল্লবী দে।