New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/summer-lead.jpg)
এদিকে একলাফে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যুনতম ৩৮ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা খানিকটা বাড়বে। ধীরে ধীরে বিদায় নেবে শীত। ছবি: শশী ঘোষ। এদিন শহরের সর্বনিম্ম তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১.২ ডিগ্রি। মার্চের শুরুতে এমন গরমে চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর। রবিবার দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাইল ছবি। আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকতে পারে। প্রতীকী ছবি। কলকাতায় আর কুয়াশার সম্ভাবনা নেই, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। যদিও আজ মূলত পরিষ্কার থাকবে শহরের আকাশ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। শহরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।