শীতের পথে কাঁটা ফের বৃষ্টি। আবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস। এর জেরে খানিকটা কমবে শীতের দাপট। ছবি শশী ঘোষ।
বেলা বাড়লেই সোয়েটার-জ্যাকেটে যেন একেবারে গলদঘর্ম অবস্থা। কনকনে ভাব যেন মালুম হচ্ছে না। তাহলে কি শীতের দাপট কমছে? এই প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে শহরবাসীর মনে। গত ক’দিনের থেকে বুধবার খানিকটা পারদ চড়েছে কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরে শীত খানিকটা কমবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ১৫ ডিগ্রির কাছে। ছবি: শশী ঘোষ।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ছবি: শশী ঘোষ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। ছবি: শশী ঘোষ।
শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ। ছবি: শশী ঘোষ।
শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৯ শতাংশ। ছবি: শশী ঘোষ।