New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/bengal-exam.jpg)
প্রতীকী ছবি।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। 'টিম ওয়ার্কে' ভরসা উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি মহূয়া দাসের। গত বছরের থেকেও কড়া নিরাপত্তা বলয়ে ২৭ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কক্ষের চিফ ইনভিজিলেটারের ঘাড়ে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। কোনো ভাবে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য সংসদের তরফে রাখা হয়েছে ভেনু সুপার ভাইজার, সেন্টার ইন চার্জ, সেন্টর সেক্রেটারি সহ স্পেশাল মোবাইল অবজারভার। প্রশ্নফাঁসের মত কোনো গুরুতর সমস্যা হলে সংসদ চিফ ইনভিজিলেটারকে প্রশ্ন করবে। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লক্ষ্য। ইতিমধ্যে উত্তরবঙ্গ, বর্ধমান, মেদিনীপুর, ও কলকাতা সহ ৫৪ টি ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে।