-
স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, রাস্তা সহ সামগ্রিক উন্নয়নে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে এশিয়ার বৃহত্তম গ্রামের দাবিদার, বাঁকুড়ার পুনিশোল। এই গ্রাম পুরসভা হওয়ার দাবি রাখে। আর সেখানেই উন্নয়ন নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য়দের মধ্যে তীব্র ক্ষোভ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের এই গ্রামের ভোটার ২৩ হাজারের বেশি। এবারের নির্বাচনে এই গ্রামের ভোটের লিডের উপরই অনেকংশে নির্ভর করবে বিষ্ণুপুর লোকসভার ফল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
স্বাধীনতার পর থেকে কেবল ভোট আসে আর যায়…অথচ এই গ্রামের একাংশের মানুষের অভিযোগ, স্বাস্থ্য-শিক্ষা-রাস্তা-জল, কোনও কিছুরই উন্নয়ন হয়নি আজও। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
গ্রামবাসীদের যতই অভিযোগ থাকুক, পঞ্চায়েত প্রধান রেজাউল মন্ডলের কোনও হেলদোল নেই এসব বিষয়ে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ -
এই গ্রামের সব থেকে বড় সমস্যা জল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
দক্ষিণ পশ্চিম পাড়ায় সাবমার্সিবলের কাছে মহিলাদের ভিড় লেগেই থাকে। জলের পাত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন মহিলারা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
অন্তঃসত্ত্বা শান্তনা বিবি এক হাতে বালতি, কোমরে কলসী নিয়ে রাস্তা দিয়ে জল নিয়ে যাচ্ছেন বাড়িতে। এরকম দৃশ্য নিত্যদিনের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
এই সমস্যা নিয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যদের মধ্যেই রয়েছে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
পঞ্চায়েত প্রধান বলছেন, চারশো-সাড়ে চারশো সাবমার্সিবল বসানো হয়েছে। যদিও তাঁর দাবি উড়িয়ে দিয়েছেন আরেক পঞ্চায়েত সদস্য। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
গ্রামের মহিলারা জলের সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়েছেন পঞ্চায়েতের কাছে। তবে পরিস্থিতি এখনও সেই তিমিরেই। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
১২ মে এই পুনিশোলে ভোট হয়ে গিয়েছে। এখন গ্রামের সব মানুষের দেখতে চায়, ভোটে জিতে যিনি আসবেন তিনি কতটা কাজ করেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
