-
আগামী বুধবার মমতা মন্ত্রিসভার রদবদল।৫-৬ জন নয়া মুখ রাজ্য মন্ত্রিসভায় দেখা যাবে বলে সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী।নয়া-মুখ কারা কারা?জল্পনা তুঙ্গে।জানা গিয়েছে,মমতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়।
-
মন্ত্রিসভায় আসতে পারেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।এতদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব সামলাতেন তিনি।
-
বরানগরের বিধায়ক তথা দলের অভিজ্ঞ মুখ তাপস রায়কেও মন্ত্রিসভায় ঠাঁই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মন্ত্রিসভায় আসতে পারেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁর নানা বিতর্কিত মন্তব্যে একাধিকবার শোরগোল পড়েছে। উপনির্বাচনে ১ লক্ষ ৬৩ হাজার ভোটের ব্যবধানে জয় পান উদয়ন গুহ।
-
সম্ভাব্য মন্ত্রী জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীও।
-
পার্থ চট্টোপাধ্যায় জেলে। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। এছাড়া মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মন্ত্রী পরেশের কন্যা অঙ্কিতা অধিকারী আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন।
-
পারফরম্যান্সের বিচারে বাদের তালিকায় থাকতে পারেন চন্দ্রনাথ সিনহা। মৎস দফতরের দায়িত্বে চন্দ্রনাথ সিনহা।
-
মন্ত্রিত্ব থেকে অব্যাহতির তালিকায় রয়েছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মলয় ঘটক-ও।
