পশ্চিমবঙ্গ Photos মমতার মন্ত্রিসভায় নতুন মুখ কারা? কোপে কোন কোন মন্ত্রী? আগামী বুধবার মমতা মন্ত্রিসভার রদবদল। Written by Rajit Das আগামী বুধবার মমতা মন্ত্রিসভার রদবদল। Rajit Das 01 Aug 2022 16:04 IST Follow Us New Update একুশে জয়ের পর তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মমতা। আগামী বুধবার মমতা মন্ত্রিসভার রদবদল।৫-৬ জন নয়া মুখ রাজ্য মন্ত্রিসভায় দেখা যাবে বলে সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী।নয়া-মুখ কারা কারা?জল্পনা তুঙ্গে।জানা গিয়েছে,মমতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। মন্ত্রিসভায় আসতে পারেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।এতদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব সামলাতেন তিনি। বরানগরের বিধায়ক তথা দলের অভিজ্ঞ মুখ তাপস রায়কেও মন্ত্রিসভায় ঠাঁই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভায় আসতে পারেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁর নানা বিতর্কিত মন্তব্যে একাধিকবার শোরগোল পড়েছে। উপনির্বাচনে ১ লক্ষ ৬৩ হাজার ভোটের ব্যবধানে জয় পান উদয়ন গুহ। সম্ভাব্য মন্ত্রী জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীও। পার্থ চট্টোপাধ্যায় জেলে। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে। এছাড়া মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মন্ত্রী পরেশের কন্যা অঙ্কিতা অধিকারী আদালতের নির্দেশে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। পারফরম্যান্সের বিচারে বাদের তালিকায় থাকতে পারেন চন্দ্রনাথ সিনহা। মৎস দফতরের দায়িত্বে চন্দ্রনাথ সিনহা। মন্ত্রিত্ব থেকে অব্যাহতির তালিকায় রয়েছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মলয় ঘটক-ও। tmc Mamata Banerjee West Bengal Mamata Government Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন