/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-15-31-36.jpg)
সেই রাতের ঘটনা
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-11-11-16.jpg)
শেফালির স্মৃতিতে
প্রয়াত অভিনেত্রী-কাঁটা লাগা গার্লের অকাল মৃত্যুর পর তাঁর সব ইচ্ছে পূরণ করছেন অভিনেতা স্বামী পরাগ ত্যাগী। এনজিও-তে নারীশিক্ষা থেকে বৃক্ষরোপনের মতো ছোট ছোট ইচ্ছেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। এবার শেফালির স্মৃতিতে আসছে নতুন ইউটিউব চ্যানেল। সেখানেই শুরু হবে পডকাস্ট। ১৮ সেপ্টেম্বর ভিডিওবার্তায় চ্যানেলের উদ্ভোধনের দিন ঘোষণা করলেন পরাগ।
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-14-26-33.jpg)
অপেক্ষার অবসান
অনেকদিন ধরেই পরাগ শেফালি ভক্তদের আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই পডকাস্ট লঞ্চ করবেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। স্টুডিওতে আসার পথেই ভিডিওবার্তায় সুখবর দিয়েছেন পরাগ।
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-husband-2025-06-28-13-32-25.jpg)
পডকাস্ট শুরুর দিনক্ষণ
পরাগ জানান, আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ইউটিউব চ্যানেল লঞ্চ করছেন। পরাগের বুকে আঁকা প্রয়াত স্ত্রীর ছবি দেখিয়ে বলেছেন, শেফালিকে সঙ্গে নিয়েই নতুন জার্নি শুরু করবেন। পডকাস্টে উঠে আসবে তাঁদের জীবনের নানান গল্প। এমনকী শেফালির মৃত্যুর দিনের সেই রাত অর্থাৎ ২৬ জুন ঠিক কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পরাগ।
/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-12-29-47.jpg)
চ্যানেলের নাম কী?
শেফালি না থেকেও পরাগের জীবনজুড়ে রয়েছেন। তাই ইউটিউব চ্যানেলেও তাঁর নাম থাকবে সেটাই তো স্বাভাবিক। পরাগ জানালেন ইউটিউব চ্যানেলের নাম 'শেফালি পরাগ ত্যাগী অ্যাট দ্য রেট পরী অউর সিম্বা কে পাপা'।
/indian-express-bangla/media/media_files/2025/06/29/shefali-2025-06-29-14-41-49.jpg)
শেফালির শেষ রাত
দিনটা ছিল ২৭ জুন। পরাগ ত্যাগীকে ছেড়ে পরলোক পাড়ি দিয়েছেন তাঁর জীবনসঙ্গী শেফালি জারিওয়ালা। স্ত্রীর মৃত্যুর পর তাঁর প্রতিটি মুহূর্ত অত্যন্ত যত্নসহকারে আগলে রাখছেন। বৃক্ষরোপন থেকে পোষ্যকে রাখি পরানো, স্বেচ্ছাসেবী সংস্থা খুলে মেয়েদের শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ট্রেনিং দেওয়া সবটাই করেছেন। কোনওটাই বাদ দেননি পরাগ। পালন করেছেন গণেশ চতুর্থীও। সেই রাতে ঠিক কী ঘটেছিল সেটা পরাগের মুখ থেকে শোনার অপেক্ষা।