/indian-express-bangla/media/media_files/2025/10/18/qqq-2025-10-18-15-00-32.jpg)
এবারে কোন চমক?
/indian-express-bangla/media/media_files/2025/10/18/adqwdeq-2025-10-18-15-00-46.jpg)
ধারাবাহিকতা ভেঙে...
প্রতি বছর ডিসেম্বরেই অনুষ্ঠিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে চলতি বছর অর্থাৎ ২০২৫-এ চেনা ছন্দের বাইরে ৩১ তম KIFF আয়োজন করা হয়েছে। একমাস এগিয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/qwdqewdwqd-2025-10-18-15-01-07.jpg)
কবে থেকে শুরু?
চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এক সপ্তাহ ব্যাপী এই সিনেমা উৎসবে প্রতিবারের মতো এবারেও থাকবে দেশ-বিদেশের নানা ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/qweqweqwqweqw-2025-10-18-15-01-43.jpg)
সিনে উৎসবের চমক
কিফ সূত্রে খবর, রেস্টোর করা তিনটি ছবি দেখানো হবে এবারের সিনে উৎসবে। সেই তালিকায় থাকছে 'অরণ্যের দিনরাত্রি', 'দো বিঘা 'জমিন' ও 'বোম্বাই কা বাবু'।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/qwdewq-2025-10-18-15-02-10.jpg)
ছবি প্রদর্শনের দিনক্ষণ
সিনে উৎসব শুরুর আগেই পরিবারে ছন্দপতন। প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। উল্লেখ্য, এবারেও ফেস্টিভ্যালের ডিরেক্টর গৌতম ঘোষ-ই। তিনি জানান, আগামী ৮ নভেম্বর নাগাদ দেখানো হবে এই রিস্টোর করা ছবিগুলি। ১৯ নভেম্বর সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে পরিবারের তরফে কলামন্দিরে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/adqewdeeqw-2025-10-18-15-02-26.jpg)
উত্তরের অপেক্ষায়
কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল অরণ্যের দিনরাত্রি। সেখানে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর ও সিমি গেরেওয়াল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁরা থাকবেন কিনা সেই উত্তর এখনও অধরা।