/indian-express-bangla/media/media_files/2025/11/02/cats-2025-11-02-14-57-25.jpg)
মন্নতের বাইরে অপেক্ষারত ভক্তরা
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shah-rukh-khan-2025-11-02-14-59-27.jpg)
মায়ানগরীতে উৎসবের আমেজ
২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে আরবসাগরের পাড়ে একেবারে উৎসবের আমেজ। প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মন্নতের সামনে ভিড় জমায় অনুরাগীরা। চলতি বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। ভক্তদের সঙ্গে কখন দেখা করবেন কিং খান?
/indian-express-bangla/media/media_files/2025/11/02/werfw3r34r34-2025-11-02-14-59-27.jpg)
বান্দ্রায় বিশেষ আয়োজন
ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, এবার শুধু রাস্তার ধারেই ভক্তসমাগম হবে না। বরং অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের একটি বিশেষ বন্দোবস্ত করেছেন শাহরুখ। নির্দিষ্ট পাসের বিনিময়ে বিকেল চারটের সময় কিছু সংখ্যক ভক্ত শাহরুখের সঙ্গে বার্থডে সেলিব্রেশনে সামিল হতে পারবেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/2r324r3-2025-11-02-15-00-16.jpg)
শাহরুখের দুষ্টুমি
আক্স মি এনিথিং সেশনে ভক্তদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন। এক ভক্ত জানতে চেয়েছেন এবারেও তিনি বারান্দায় দাঁড়িয়ে আইকনিক পোজ দেবেন কিনা। সঙ্গে সঙ্গে তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই। তবে তোমাকে একটা শক্ত টুপি পরতে হবে।' শাহরুখের এক অনুরাগী মুম্বইয়ে হোটেল পাচ্ছেন না। তাই মন্নতে থাকার ইচ্ছেপ্রকাশ করেছেন। হাসতে হাসতে শাহরুখ বলেন, 'মন্নতে তো আমি নিজেই থাকতে পারছি না। ভাড়া বাড়িতে থাকছি।'
/indian-express-bangla/media/media_files/2025/11/02/aqdwerwe-2025-11-02-15-00-16.jpg)
প্রস্তুতি তুঙ্গে
মন্নতের বাইরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। ভিড় সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কখন প্রিয় তারকা বারান্দায় এসে দুহাত তুলে সেই আইকনিক পোজ দেবেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/02/shah-rukh-khan-2025-11-02-15-00-16.jpg)
দেশ-বিদেশের ভক্ত সমাগম
শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মন্নতের সামনে ভিড় জমায় আন্তর্জাতিক স্তরের ভক্তরাও। পেরুর ভক্ত ক্লডিয়া ক্যালে এবং ম্যানিগ্রেট অ্যাপারিসিও-ও ছুটে এসেছেন মুম্বইয়ে। ভীর জারা দেখার পর একটি ফ্যান ক্লাব খোলেন। শাহরুখের জন্য হাতের তৈরি অনেক উপহার বানিয়েছে তাঁর ফ্যানক্লাব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us