/indian-express-bangla/media/media_files/2025/08/11/dqwdeqwew-2025-08-11-15-27-16.jpg)
কে এই ছোট্ট সোনা?
/indian-express-bangla/media/media_files/2025/08/11/dmptkzpuqaebhxz-2025-08-11-15-28-36.jpg)
কে এই লক্ষ্মীছানা?
সুন্দর ফ্রেক, কাজল কালো চোখ আর কপালে বেশ বড় সাইজের কাজলের টিপ। ছোট্ট সোনাদের ঠিক যেভাবে সাজানো হয় ঠিক সেইরকমই সাজুগুজু করছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। একটু খেয়াল করে দেখুন তো চিনতে পারছেন কিনা।
/indian-express-bangla/media/media_files/2025/04/06/otKv0WgZ0HVQJXuQ1ZBE.jpg)
দিদার কোলে
সোমবার সকালে দিদার কোলে এই ছোট্ট সোনা আর কেউ নন, পর্দার সুচিত্রা সেন। হ্যাঁ, তিনি নান আদার দ্যান টলি কুইন দর্শনা বণিক। 'পরিবারের জ্যেষ্ঠ সদস্য আমাদের দিদা' ক্যাপশনে আদুরে পোস্ট শেয়ার করেছেন স্নেহের নাতনি।
/indian-express-bangla/media/media_files/2025/08/11/510736948_3618784118255885_7860241571507848706_n-2025-08-11-15-31-01.jpg)
শৈশবের মিষ্টি স্মৃতি
দর্শনা লিখেছেন, 'তিনি আমার মায়ের মা। এক সময় তাঁদের পরিবারের মালিকানায় ছিল কয়েকটি সিনেমা হল। ছোটবেলায় বড়দের মুখে সেই সময়ের অসংখ্য গল্প শুনেছি। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন, টিকিট কালোবাজারি, প্রিয় সংলাপ বা গানের সময় দর্শক মঞ্চের দিকে কয়েন ছুড়ে দেওয়া, পছন্দের কোনও শো-এর টিকিট না পেয়ে মারপিট—এমন কত স্মৃতি!'
/indian-express-bangla/media/media_files/2025/08/11/509914151_3619501084850855_1616858111557663563_n-2025-08-11-15-31-01.jpg)
সিনেমা প্রেম
কিছুটা আক্ষেপের সঙ্গে লিখেছেন, 'কিন্তু পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। সময় বদলেছে, সিনেমার রূপও বদলেছে। তবুও আমাদের সিনেমার প্রতি ভালবাসা আজও অটুট। দিদা এখনও সিনেমা ভালবাসেন। এখন তাঁর কানে সংলাপ ঠিকমতো পৌঁছায় না, হয়তো সব দৃশ্য বা সংলাপ মনে রাখতেও পারেন না, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময়ে টিভি চালিয়ে তিনি বিনোদন উপভোগ করেন।'
/indian-express-bangla/media/media_files/2025/08/11/509631033_3619506541516976_4206290223666692010_n-2025-08-11-15-31-01.jpg)
ভবিষ্যৎ ভাবনা
দর্শনার সংযোজন, 'ভবিষ্যতে দুই দশক পরে কী হবে তা কেউ জানে না। তবে আমি বিশ্বাস করি, সিনেমা থাকবে এবং প্রেক্ষাগৃহে সিনেমা দেখা এক ধরনের সংস্কৃতি যা প্রতিটি প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া উচিত।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us