/indian-express-bangla/media/media_files/2025/10/11/hina-karva-2025-10-11-15-29-57.jpg)
হিনাই রকি জওয়ালের জীবনের আসল দেবী
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hina-3-2025-10-11-15-32-07.jpg)
হিনা-রকির প্রথম করওয়া চৌথ
দীর্ঘ ১১ বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত জুনে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন হিনা খান ও রকি জয়সওয়াল। সকলকে চমকে বিয়ের সাজে নবদম্পতির ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। জীবনের নতুন জার্নি শুরু করার পর পরিবারের সঙ্গে ঈদ সেলিব্রেট করেছেন। এবার বিয়ের পর সাবেক সাজে প্রথম করওয়া চৌথ পালনের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন হিনা।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hina-4-2025-10-11-15-32-07.jpg)
স্ত্রীর পা ছুঁয়ে...
স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। জীবনযুদ্ধে প্রথম দিন থেকেই মনের মানুষের সঙ্গে আছেন রকি। করওয়া চৌথের একটি বিশেষ মুহূর্ত সকলের নজর কেড়েছে। স্ত্রী হিনা খানের পা ছুঁয়ে প্রণাম করছেন রকি। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। কেন স্ত্রীর পায়ে হাত রেখে আশীর্বাদ গ্রহণ করলেন রকি?
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hina-5-2025-10-11-15-32-07.jpg)
রকির যুক্তি
সাধারণত স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে স্ত্রী। সেই প্রথা ভেঙে কেন হিনার পা ছুঁয়ে মাথা নত করলেন রকি? তাঁর স্পষ্ট যুক্তি, 'এই পৃথিবী যেমন শিব ও শক্তি দ্বারা চালিত ঠিক তেমনই তুমি যেদিন থেকে আমাকে আমার মতো করে গ্রহণ করেছ আমার জীবনও পূর্ণতা লাভ করেছে। তুমি আমার জীবনের দেবী, আমার অস্তিত্ব। তোমার পায়ের নীচে আমার সর্বসুখ-শান্তি। '
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hina-6-2025-10-11-15-32-07.jpg)
আবেগপ্রবণ হিনা
রকিকে জবনসঙ্গী হিসেবে পেয়ে ধন্য হিনা খান। পরস্পরের সঙ্গে এভাবেই পুরো জীবন হাতে হাত রেখে পথচলার ইচ্ছেপ্রকাশ অভিনেত্রীর। একে অপরের আলিঙ্গনে সুখে থাকতে এবং জীবনের প্রতিটি সুযোগকে উদযাপন করতে চান হিনা খান।
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hina-7-2025-10-11-15-32-07.jpg)
সাবেক সাজে পতী-পত্নি
করওয়া চৌথে ঐতিহ্যবাহী পোশাকে নজর কেড়েছেন হিনা খান ও রকি জয়সওয়াল। সিঁথিতে চওড়া সিঁদুর, খোঁপায় ফুলের মালা, গা ভর্তি গয়নায় স্ত্রীর দিক থেকে চোখ ফেরাতে পারেননি রকি। নিজেদের ইনস্টা অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পো
/indian-express-bangla/media/media_files/2025/10/11/hina-10-2025-10-11-15-32-07.jpg)
সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে হিনা আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, ক্যানসার আক্রান্ত মানেই কাজ বন্ধ করে দিতে হবে এমনটা নয়। বিনোদুনিয়ার এই ট্যাবু ভাঙতে উদ্যোগী হিনা। তাঁর কথায়, 'আমি সবসময় অভিনয় চালিয়ে যেতে চাই যতক্ষণ আমার শরীর সঙ্গ দেবে। মানসিক ইচ্ছেশক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনাকে মানসিকভাবে দৃঢ় এবং সুখী থাকতে হবে। যদি আপনি মনে করেন এটি (ক্যানসার) কিছু নয়, তবে সত্যিই এটি কিছুই নয়।'