/indian-express-bangla/media/media_files/2025/08/25/awdwqewq-2025-08-25-15-45-59.jpg)
উৎসহের দিনে শোকের আবহ
/indian-express-bangla/media/media_files/2025/08/25/dwewe-2025-08-25-15-46-24.jpg)
গণেশ চতুর্থী
রাত পোহালেই গণেশ চতুর্থীর আনন্দে মেতে উঠবে বিটাউন। বলিউড সেলেবদের বাড়িতে ধুমধাম করে পালিত হয়। সেই তালিকায় রয়েছেন গ্ল্যাম ডিভা শিল্পা শেট্টি। প্রত্যেরবার শিল্পা ও রাজ কুন্দ্রার বাড়ির গণেশ চতুর্থীতে নিমন্ত্রিত থাকেন বিটাউনের সেলেবরা। মহাসমারোহে গণপতিকে কোলে নিয়ে বাড়ি আসেন রাজ কুন্দ্রা আর রাজ ঘরনি শিল্পা বরণ করে গণেশকে ঘরে তোলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/qaq-2025-08-25-15-46-24.jpg)
উলটো ছবি
চলতি বছরে রাজ-শিল্পার পরিবারে আর সেই চেনা ছবি দেখা যাবে না। এই বছর কুন্দ্রা পরিবারে গণেশ চতুর্থী পালন হবে না। সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক পোস্টের মাধ্যমে মন খারাপ করা খবর শেয়ার করেছেন অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/sdfwd-2025-08-25-15-46-24.jpg)
কেন পালন হচ্ছে না?
শিল্পা শেট্টি তাঁর পোস্টে জানিয়েছেন, এই বছর আর তাঁর বাড়িতে গণেশ চতুর্থী পালন হচ্ছে না। প্রথমবার রাজ-শিল্পার বাড়িতে গণপতি বাপ্পাকে ঘরে আনছেন না। কারণ, তাঁদের পরিবারের এক সদস্য প্রয়াত হয়েছেন। তাই ১৩ দিনের শোকপালন করতে হবে। সেই জন্য এই বছর গণেশ চতুর্থী পালন করছেন না তারকা দম্পতি।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/cats-2025-08-25-15-48-54.jpg)
মন খারাপ করা পোস্ট
একরাশ বেদনা নিয়ে শিল্পা জানিয়েছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে প্রিয় বন্ধুদের জানাচ্ছি পরিবারে এখন শোকের ছায়া। তাই এই বছর আমরা গণপতি উৎসব পালন করব না। প্রথা অনুযায়ী আমরা ১৩ দিনের শোক পালন করব। তাই কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। আপনাদের সমঝোতা ও প্রার্থনা কামনা করছি। কৃতজ্ঞতা সহ, কুন্দ্রা পরিবার।'
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ganesh-chaturthi-decoration-ideas-8-2025-08-25-14-33-27.jpg)
ফিরে দেখা
উল্লেখ্য, গত বছর শিল্পা শেট্টি গণেশ চতুর্থী উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। স্বামী রাজ কুন্দ্রা এবং কন্যা সমিশার সঙ্গে আনন্দে মেতে ছিলেন। ভিডিওটির ক্যাপশনে শিল্পা লিখেছিলেন, 'গণপতি বাপ্পা মোরিয়া। বাপ্পাকে স্বাগত জানাতে আমাদের মন আর দরজা খুলে দিলাম। এটি বছরের অত্যন্ত প্রিয় সময়।'