/indian-express-bangla/media/media_files/2025/08/16/cats-2025-08-16-17-51-20.jpg)
সত্যিই দূরত্ব নাকি.....
/indian-express-bangla/media/media_files/2025/08/16/edwedew-2025-08-16-17-51-44.jpg)
যশরতের বাড়িতে জন্মাষ্টমী
জন্মাষ্টমীতে বাড়িতে পুজো করলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেতা। ফুল দিয়ে সুসজ্জিত গোপাল। জন্মাষ্টমীর পুজোয় ব্যস্ত যশ।
/indian-express-bangla/media/media_files/2025/08/16/dwedew-2025-08-16-17-51-44.jpg)
জন্মাষ্টমীতে যশ
সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় যশ। পারিবারিক ছবি বা সিনেমা সংক্রান্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো যশরতের সম্পর্কে চিড় ধরেছে। সেই গুঞ্জনে ছাই ঢেলে একসঙ্গে সেলেব দম্পতি।
/indian-express-bangla/media/media_files/2025/08/16/edfewfewr-2025-08-16-17-51-44.jpg)
সাবেক সাজে নুসরত
জন্মাষ্টমীতে একসঙ্গে ছবি দেননি যশ-নুসরত। তবে বাড়ির ভিতর পুজোর সময় একে অপরকে ক্যামেরার লেন্সে বন্দি করেছেন তা ছবিতেই স্পষ্ট। যে কোনও বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরে বাঙালি বধূর সাজে বারবার নজর কাড়েন যশ ঘরনি।
/indian-express-bangla/media/media_files/2025/08/16/ddwe-2025-08-16-17-51-44.jpg)
আরও কাছাকাছি
আড়ি মুক্তির পর যশ প্রথম পক্ষের স্ত্রীর ছেলেকে নিয়ে বিদেশে আর নুসরত পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে যান। এরপরই শুরু হয় যশরতের বিচ্ছেদ গুঞ্জন। যদিও তাঁরা কখনই এই বিষয়ে মুখ খোলেননি। জন্মাষ্টমীতেই জানিয়ে দিলেন সত্যিটা।
/indian-express-bangla/media/media_files/2025/04/10/KPzj1fcOEJkmINJW1Pqf.jpg)
যশরতের উপহার
দুজনেই একই ক্যাপশনে ছবি পোস্ট করেছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। জন্মাষ্টমীতে যশরতের এই উপহারে খুশি ভক্তরা।