Stan Swami Death: স্ট্যান স্বামীর মৃত্যুতে সরব হয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন দেশের ১০তি বিরোধী দল। জেসুইট প্রিস্টের মৃত্যু রাষ্ট্রের অমানবিক আচরণ, এই অভিযোগ তুলেই সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ অন্য দলগুলো। তাঁদের আবেদন, ‘রাষ্ট্রপতি অবিলম্বে স্ট্যান স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁর সরকারকে নির্দেশ দিক।‘ কংগ্রেস, তৃণমূল ছাড়াও ডিএমকে, এনসিপি, জনতা দল (সেকুলার), আরজেডি প্রধানরা এই চিঠিতে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে স্ট্যান স্বামীর মৃত্যুর প্রতিবাদ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন সনিয়া, মমতা, এমকে স্টালিনরা। চিঠিতে উল্লেখ, ‘আমরা আবেদন করছি আপনার দ্রুত মধ্যস্থতার। দেশের রাষ্ট্রপতি হিসেবে আপনি সরকারকে নির্দেশ দিন স্ট্যান স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোয় যারা অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাঁকে জেলে আটকে রাখা এবং অমানবিক আচরণের নেপথ্যে যারা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।‘
সেই চিঠিতে আরও উল্লেখ, দলিত, আদিবাসী আন্দোলনে নিবেদিত প্রাণ স্ট্যান স্বামীর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করে ভীমা-কোরেগাঁও মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এদিকে, সমাজকর্মী স্ট্যান স্বামীর মৃত্যু ‘প্রাতিষ্ঠানিক খুন।‘ মঙ্গলবার রীতিমতো বিবৃতি জারি করে এই অভিযোগ করেছেন আত্মীয়-পরিবার এবং বন্ধুরা। সোমবার জামিনের শুনানি চলাকালীন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় স্ট্যান স্বামীর। বম্বে হাইকোর্টে সেই খবর আসামাত্রই শোকপ্রকাশ করেন এজলাসের বিচারপতির বেঞ্চ।
কিন্তু এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ভীমা-কোরেগাঁও মামলায় অন্য অভিযুক্তদের পরিবার। এদিন তাঁরাই এই বিবৃতি প্রকাশ করেন। সেই বিবৃতিতে উল্লেখ, ‘জেসুইট প্রিস্ট স্বামীর গ্রেফতারি এবং তালজোলা জেলে তাঁকে বন্দি কোরে রাখা মৃত্যুদণ্ডের সমান। আমরা, ভীমা-কোরেগাঁও মামলায় ধৃতদের পরিবার স্ট্যান স্বামীর মৃত্যুতে শোকাহত এবং বিমর্ষ। এটা স্বাভাবিক মৃত্যু নয়। ঠাণ্ডা মাথায় প্রাতিষ্ঠানিক খুন। অমানবিক রাষ্ট্রই খুন করেছে তাঁকে। আদিবাসী আন্দোলনের অন্যতম এই মুখ, আমৃত্যু জঙ্গল, জাতি এবং তাঁদের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ স্ট্যান স্বামীর এই মৃত্যু প্রত্যাশিত নয়। প্রতিহিংসাপরায়ণ রাষ্ট্র তাঁকে মিথ্যা মামলায় জেলবন্দি করেছিল।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন