২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচন হবে। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আজ থেকে জারি হল আদর্শ আচরণবিধি। তবে, গণনার দিন ঘোষণা করা হয়নি।
- ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে সকাল ৭ থেকে বিকেল ৫টা পর্যন্ত।
- আজ থেকেই শুরু মনোনয়ন জমা। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা শেষ।
- স্ক্রুটিনি হবে ১০ ফেব্রুয়ারি।
- ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহরের শেষ দিন।
- ৮ মার্চ ভোট প্রক্রিয়া শেষ করতে হবে।
এইসব পুরসভার অধিকাংশগুলিরই মেয়াদ ফুরিয়েছিল ২০২০ সালে। কিন্তু মাহামারির কারণে ভোট হয়নি। পরে, গতবছর পুজোর পর মেয়াদ উত্তীর্ণ, পুরপ্রশাসক পরিচালিত পুরসভাগুলিতকে ভোট করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। বিরোধীদের দাবি ছিল পৃথকভাবে নয়, কলকাতার পুরনিগমের সহ রাজ্যের মেয়াদ উত্তীর্ণ সহ পুরসভার ভোট হোক।
আরও পড়ুন- রাজ্যের কোন কোন পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি? দেখুন একনজরে…
যদিও এই দাবি মানা হয়নি। নবান্নের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে পৃথখ পৃথকভাবেই ভোট করাতে পরামর্শ দেওয়া হয়। ফলে গতবছর ডিস্মেবর কলকাতা পুরনিগমের ভোট হয়। জানুয়ারিতে চার পুরনিগমের (শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, বিধাননগর) ভোটের কথা থাকলেও আদালতের পরামর্শে তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করা হয়।
এবার রাজ্যের মেয়াদ উত্তীর্ণ বাকি পুরসভাগুলির ভোট হতে চলেছে।
আরও পড়ুন- ফের স্কুলমুখো পড়ুয়ারা, করোনা বিধি মেনে আজ থেকেই চালু শিক্ষা প্রতিষ্ঠান