Advertisment

ভোটের মধ্যে ফের ভাঙন তৃণমূলে, টিকিট না পেয়ে বিজেপিতে দু'বারের বিধায়ক

তৃণমূলকে কাটমানির সরকার বলে কটাক্ষ করেন দলত্যাগী অমল আচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃণমূল ছেড়ে বিজেপিতে ইটাহারের দুবারের বিধায়ক অমল আচার্য।

ভোটের মুখে উত্তর দিনাজপুরে তৃণমূলে বড় ভাঙন। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের বিদায়ী বিধায়ক ও জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য। একুশের নির্বাচনে ইটাহারের গত ২ বারের বিধায়ককে প্রার্থী করেনি দল। এবার এই আসনে লড়ছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন।

Advertisment

সেই ক্ষোভেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরির উপস্থিতিতে অমল আচার্য-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী বিজেপিতে যোগ দেন। ওই অনুষ্ঠানে তৃণমূলকে কাটমানির সরকার বলে কটাক্ষ করেন দলত্যাগী অমল আচার্য। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দাবি, "দলে এর কোনও প্রভাব পড়বে না।"

এদিকে, বৃহস্পতিবার অমল আচার্যের দলত্যাগ নিয়ে প্রশ্নের উত্তরে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, "কে গেল কে এল এতে কিছু যায় আসে না। উনি তো জানতেনই যে এবার টিকিট পাবেন না। তাহলে আগে জাননি কেন? যাঁরা বুকের রক্ত দিয়ে তৃণমূল দলটা করেছে তাঁরাই দলের সম্পদ। ওনার মতো নেতা থাকল কি গেল তাতে কিছু এসে যায় না। এতে দলে কোনও প্রভাব পড়বে না।"

বিজেপিতে যোগ দিয়ে অমল জানান, "দলে যোগ্য সম্মান না পেয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূল এখন কর্পোরেট দলে পরিণত হয়েছে। গরুপাচার, কয়লা পাচার-সহ বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস। এই দলে আর থাকতে চাই না।"

West Bengal Assembly Election 2021 bjp tmc
Advertisment