গুজরাটে ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার রেকর্ড জয় নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এর আগে ২০০২ সালে বিজেপি বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে আনে। ২০০২ সালের নির্বাচনে, বিজেপি মোট ১২৭টি আসনে জয় পায়। একইসঙ্গে এবার এই সংখ্যা পৌঁছেছে প্রায় দেড়শোর কাছাকাছি। ২০০২ সালে, নরেন্দ্র মোদী দ্বিতীয়বা্রের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
গুজরাটের ১৮২ টি বিধানসভা আসনের ফলাফল ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। ট্রেণ্ড অনুয়ায়ী বিজেপি ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পার করেছে। বিজেপি সর্বশেষ আপডেট অনুসারে ১৫৩টি আসনে এগিয়ে রয়েছে। একই সঙ্গে গুজরাটে কংগ্রেসের চলতি নির্বাচনে খারাপ পারফর্মেন্স লক্ষ্য করা গিয়েছে।
প্রবণতা অনুযায়ী কংগ্রেস এখনও পর্যন্ত মাত্র ২০টি আসনে এগিয়ে রয়েছে। একই সময়ে, আম আদমি পার্টি, প্রথমবার গুজরাটের সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। শেষ পাওয়া খবর অনুসারে মাত্র ৬টি আসনে এগিয়ে রয়েছে। ৩টি আসন পেতে পারে নির্দল প্রার্থী। এখনও পর্যন্ত কংগ্রেস ২৬.৫ শতাংশ ভোট পেয়েছে। বিশেষজ্ঞদের ধারণা কংগ্রেসের ভোটের একটা অংশ সরাসরি আপের ঝুলিতে গিয়েছে। ফলে আখেড়ে লাভ হল বিজেপির।