Advertisment

‘আপনারা দুর্নীতিগ্রস্ত!' পুরভোটের আগে বিজেপি থেকে বহিষ্কৃত ৩ কাউন্সিলর

Delhi Municipal Election: যদিও আপ ঘনিষ্ঠতার কারণেই তাঁদের ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এমনটাই সূত্রের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
বাদ পড়ছেন ৮০ জন বিধায়ক, উত্তরপ্রদেশে ভেবেচিন্তে প্রার্থী বাছাই বিজেপির

ফাইল ছবি

Delhi Municipal Election: দিল্লি পুরভোটের আগে দুর্নীতির দায়ে দল থেকে বহিষ্কৃত তিন বিজেপি কাউন্সিলর। যদিও আপ ঘনিষ্ঠতার কারণেই তাঁদের ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, বহিষ্কৃত তিন কাউন্সিলরের মধ্যে দুই জন রবিবার যোগ দিতে পারে আম-আদমি-পার্টিতে। দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা এই তিন কাউন্সিলর রজনী বাবু পাণ্ডে (নিউ অশোক নগর), পূজা মদন (মুখার্জি নগর) এবং সঞ্জয় ঠাকুরকে (সইদ-উল-আজাইব) সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।  

Advertisment

যদিও বিজেপিকে কাঠগড়ায় তুলে বহিষ্কৃত কাউন্সিলর পূজা মদন বলেন, ‘দল থেকে তিনি সহযোগিতা পাচ্ছিলেন না। ফলে মানুষের কাজ করতে সমস্যা হচ্ছিল। পুরসভা থেকে প্রয়োজনীয় বরাদ্দ না মেলায় আটকে ছিল ওয়ার্ড উন্নয়ন।‘

পাশাপাশি তাঁর দাবি, ‘আমি কয়েকদিন আগেই দলকে জানিয়েছি আমি আপে যোগ দেব। তাহলে এতদিন তারা অপেক্ষা কেন করছিল? যখন আমি সিদ্ধান্ত জানাই, তখন আমাকে থাকতে অনুরোধ করা হয়েছিল। আমি যদি দুর্নীতিপরায়ণ হই তাহলে আমাকে থাকতে অনুরোধ কেন করবে? যারা আমায় ভোট দিয়ে জিতিয়েছে আমি তাঁদের জন্য কাজ করতে চাই।‘ জানা গিয়েছে, পূজা মদন ছাড়াও সঞ্জয় ঠাকুরের আপে যোগদানের সম্ভাবনা প্রবল।

এদিকে, দলীয় সিদ্ধান্ত জানাতে বিজেপির তিন কাউন্সিলরকে লেখা চিঠিতে উল্লেখ, ‘মানুষের থেকে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ পেয়ে আপনাদের বিজেপির সদস্যপদ থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হল। আগেও এই অভিযোগ নিয়ে আপনাদের সতর্ক করা হয়েছিল। কিন্তু আপনারা সেই ভুল সংশোধন করেননি। তাই অবিলম্বে আপনাদের বিজেপি থেকে বহিষ্কার করা হল।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp AAP Delhi Civic Poll Municipal Election
Advertisment