এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান সুপার হিট। এবার সেই স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রথম ম্যাচে জয়ের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার প্রথম দফায় জঙ্গলমহলে ৩০টি আসনে নির্বাচন হয়েছে। ঘটেছে বেশ কিছু বিশৃঙ্খলার ঘটনা।
এদিন বাঁকুড়ার ইন্দাসে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "আজ থেকে ফাইনাল শুরু হয়েছে। ৮টা ম্যাচ হবে। ম্যাচের ফল আমরা ৩০-০ করব। একটাও তৃণমূল জিততে পারবে না। ইন্দাসে জয় পেলে জঙ্গলমহলের সব সিটে আমরা জয় পাব।" দ্বিতীয় পর্যায়ে জঙ্গলমহলের ভোট রয়েছে আগামী ১ এপ্রিল। ২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সব আসনেই জয় পেয়েছিল বিজেপি। তাই জঙ্গলমহলে এবারও ভাল ফল করবে বলে আশা করছে গেরুয়া শিবির।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়ে নির্বাচনী প্রচার করছেন। মোদীর মুখ কেউ দেখতে চা না প্রসঙ্গে এদিন কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির সভাপতি বলেন, "আপনার মুখ কেউ দেখতে চায় না। তাই ভাঙা ঠ্যংটা দেখাচ্ছেন। আর আপনি বলছেন মোদির মুখে কেউ দেখতে চায় না। আমার পা ভেঙে গেছে ভোট দাও। পা ভাঙলে ভোট দেবে কেন? বাংলা মেয়েকে চায় না। কাজ চায়।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন