Advertisment

৩০-র ভোট সামলাতে আজ রাজ্যে আরও ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। ওই দিনই আরও দুই কেন্দ্রে সাধারণ নির্বাচন। ভোটের কাজে আগেই রাজ্যে এসেছে ১৫ কোম্পানি বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
37 company central force will come friday at bengal for upcoming election

আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে

শুক্রবার আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এদিন আরও ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে বলে জানা গিয়েছে। এই জওয়ানদেরও তিনটি কেন্দ্রে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। এছাড়াও একই দিনে নির্বাচন হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে। নির্বাচনের কাজে আগেই রাজ্যে এসেছে ১৫ কোম্পানি বাহিনী। শুক্রবার রাজ্যে আসছে আরও ৩৭ কোম্পানি বাহিনী।

Advertisment

একুশের বিধাসভা ভোট মেটার মাত্র কয়েকমাসের মধ্যেই ফের নির্বাচনী উত্তাপ বঙ্গে। ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন নিয়েই চর্চা তুঙ্গে। নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে ফের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর হয়ে ভবানীপুর জুড়ে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরদার প্রচার চালাচ্ছেন।

তৃণমূল সুপ্রিমো নিজেও প্রচার শুরু করেছেন। অন্যদিকে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী দুঁদে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। জনসংযোগ বাড়াতে তাঁরও চেষ্টার কোনও ত্রুটি নেই। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি-বাড়ি প্রচারে জোর দিচ্ছেন প্রিয়াঙ্কা। উল্টোদিকে ভবানীপুরে এবার বামেদের প্রার্থী তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। তিনিও পুরোদমে প্রচার সারছেন।

আরও পড়ুন- Daily Horoscope, 17 September 2021: ধনুর জীবনে সমস্যা, আর্থিক সঙ্কট মকরের! পড়ুন রাশিফল

একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর চার মাসের মাথায় ফের ভোট বাংলায়। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের পাশাপাশি সাধারণ নির্বাচন হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। এই ৩ কেন্দ্রেই নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ,বিএসএফ,সিআইসিএফ,আইটিবিপি ও এসএসবি-র জওয়ানরা মোতায়েন থাকবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election Central Force
Advertisment