জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদাসূচক ৩৭০ ধারা বাতিল করেছে সরকার, এবং জম্মু কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল এনেছে। সরকারের এ পদক্ষেপে আশ্চর্যজনকভাবে সমর্থন দিয়েছে বিজেপি বিরোধী বলে পরিচিত দুই দল মায়াবতীর বসপা ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
বসপা ও আপ ছাড়াও নবীন পট্টনায়কের বিজেডি, জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট জম্মুকাশ্মীর পুনর্গঠন বিল সমর্থন করেছে। এই বিলে লাদাখকে বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল ও জম্মু-কাশ্মীরকে বিধানসভাসহ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পুনর্গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এনডিএ শরিক শিবসেনা, এআইএডিএমকে, এবং শিরোমণি অকালি দল বিরোধীদের তীব্র আপত্তির মধ্যে এই বিলের পক্ষে মত দিয়েছে।
আরও পড়ুন, ৩৭০ ধারা অবলুপ্তি রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত বিরোধী: পাকিস্তান
বিজেপির পক্ষে অস্বস্তির কারণ হয়েছে বিহারে তাদের শরিক জেডিইউ। তারা ৩৭০ অবলুপ্তি ও প্রস্তাবিত বিলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে কক্ষত্যাগ করে। উল্লেখ্য, জেডিইউ তিন তালাক বিলেরও বিরোধিতা করে।
প্রবীণ জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেন, "আমাদের প্রধান নীতিশ কুমার জয় প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া এবং জর্জ ফার্নান্ডেজের ধারাবাহিকতা বহন করেন। ফলে আমাদের দল এই বিল রাজ্যসভায় সমর্থন করেনি। আমাদের ভিন্ন চিন্তাধারা রয়েছে। আমরা চাই ৩৭০ ধারা অবলুপ্ত না-হোক।"
জেডিইউ ছাড়া কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, পিডিপি, এবং ভাইকোর নেতৃত্বাধীন এমডিএমকে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। "কাশ্মীরকে ভাগ করা চলবে না", "আমরা বিচার চাই"- এসব স্লোগানে মুখরিত হয় সংসদের ওয়েল। সমাজবাদী পার্টির সদস্যরা অবশ্য ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি।
আরও পড়ুন, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, ১০ টি বিষয় যা আপনার জানা জরুরি
পিডিপি সদস্য নাজির আহমেদ লাওয়ে এবং মীর মহম্মদ ফৈয়াদ স্লোগান তুলে, পোস্টার ছিড়ে বিক্ষোভ দেখান। এমনকি নিজের কুর্তাও ছিড়ে ফেলেন তিনি। এমডিএমকে-র ভাইকো বলেন "সরকার গণতন্ত্রকে হত্যা করছে।" তিনি বলেন, জরুরি অবস্থা ফিরে এসেছে।
ভাইকো রাজ্যসভায় বলেন, "আপনারা কাশ্মীরের মানুষের ভাবাবেগ নিয়ে থেলা করছেন। যথনই ওখানে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছিল, তখনই আমার আশঙ্কা হয়েছিল। কাশ্মীরকে কসোভো, ইস্ট তিমোর বা দক্ষিণ সুদান হতে দেওয়া যাবে না।"
আরও পড়ুন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা আসলে কী? কোথা থেকে এল এই আইন?
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, তাঁর দল জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত সমর্থন করছে। টুইট করে কেজরিওয়াল বলেন, "আমাদের আশা এর ফলে রাজ্যে শান্তি ও উন্নতি আসবে।"