scorecardresearch

দুর্নীতি ইস্যুতে কেজরিওয়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’, আপকে ‘উৎখাতের’ ডাক দিল্লি বিজেপির !

‘সত্যেন্দ্র জৈন থেকে মনীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে এমনিতেই চাপের মধ্যে রয়েছে কেজরিওয়াল সরকার। যাকে পুঁজি করে বিজেপি চাইছে, দিল্লির মাটি থেকে আপ সরকারকে উৎখাত করতে।

Manish Sisodia, AAP, BJP, Bharatiya Janata Party (BJP), AAP Delhi government, Delhi news, New Delhi, Indian Express, current affairs

আপকে ‘দিল্লি থেকে ‘উপড়ে ফেলা’ই এখন বিজেপির কাছে ফোকাস। বিজেপির এই পরিকল্পনা নিয়ে কোন রাখঢাক করতে নারাজ পদ্মশিবিরের নেতারা। দূর্নীতি ইস্যুতে বিজেপি দিল্লির রাজনীতি থেকেই শুধু নয়, দেশের রাজনীতির ময়দান থেকে আপকে উৎখাত করতে ৪০০ দিনের একটি কৌশল তৈরি করেছে৷ যার বাস্তবায়ন শুরু হবে আজ থেকে। এই পরিকল্পনাটি ফোকাস করা হয়েছে ২০২৪ সালের ‘লোকসভা নির্বাচন’ এবং ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচন’কে সামনে রেখেই। দুর্নীতি ইস্যুতে এবার সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করতে কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে বিজেপি নেতৃত্ব।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আজ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়াকে রাউস এভিনিউ আদালতে হাজির করার সময় একটি বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। আপের বিরুদ্ধে ‘বড় কৌশল’ নিয়েই পথে নামছে বিজেপি। ‘৪০০-দিনের পরিকল্পনার’ মাধ্যমে, বিজেপি দিল্লি থেকে কেজরিওয়াল সরকারকে উৎখাত করতে সেই সঙ্গে সারা দেশে থেকে আপকে সমূলে উৎখাত করতে চাইছে। বিজেপি সূত্রে খবর, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল সরকারি ক্ষেত্রে দুর্নীতির ১০ টি বড় অভিযোগে আপকে ‘কোণঠাসা’ করতে মরিয়া।

বিজেপির এক সিনিয়র নেতা বলেছেন যে ‘আগামী ৪০০ দিনের প্রত্যেকদিন আমরা দুর্নীতি ইস্যুতে আপকে নিশানা করার পরিকল্পনা সামনে এনেছি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই যে ‘দিল্লির দুর্নীতির’ মুখ, তা দিল্লির পাশাপাশি সারা দেশের মানুষের সামনে তুলে ধরব আমরা’। অন্যদিকে বিজেপির আরেক নেতা বলেছেন যে ‘আপ সরকারের আমলে যে সকল ‘স্ক্যাম হয়েছে’, কেজরিওয়ালই তার ‘মাস্টারমাইন্ড’। আবগারি কেলেঙ্কারি ইস্যুতে আমরা যা করেছি ঠিক তেমনই হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা’।

দিল্লি বিজেপির কার্যনির্বাহী সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং বিরোধী দলের নেতা রামবীর সিং বিধুরির নেতৃত্বে দল শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালত চত্ত্বরে ‘প্রতিবাদ’ কর্মসূচীর ডাক দিয়েছে। সূত্রের খবর ‘সত্যেন্দ্র জৈন থেকে মনীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে এমনিতেই চাপের মধ্যে রয়েছে কেজরিওয়াল সরকার। যাকে পুঁজি করে বিজেপি চাইছে, দিল্লির মাটি থেকে আপ সরকারকে উৎখাত করতে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: 400 days 10 scams bjps plan to uproot aap from delhi country