Advertisment

মোদীর নতুন মন্ত্রিসভার ২৪ জনের বিরুদ্ধে খুন-খুনের চেষ্টার মামলা! ধনকুবের মন্ত্রী জ্যোতিরাদিত্য

Modi Cabinet: শিক্ষাগত যোগ্যতার নিরিখে ২১ জন স্নাতকোত্তর পাশ। ডক্টরেট নয় জন মন্ত্রী। ১৭ জন স্নাতক, দুই জন ক্লাস এইট পাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Cabinet, Criminal Cases

শপথ গ্রহণের পর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: রাষ্ট্রপতি ভবন

Modi Cabinet: চলতি সপ্তাহেই নিজের মন্ত্রিসভা ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সম্প্রসারণের পরে প্রধানমন্ত্রীকে ধরে মন্ত্রিসভার সদস্য বেড়ে ৭৮। বিজেপির প্রচার, ‘দেশের তরুণতম মন্ত্রিসভা। ২০২৪-এর সাধারণ নির্বাচনকে পাখির চোখ করেই এই ব্যাপক রদবদল।‘ কিন্তু অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) বা এডিআর রিপোর্টে উদ্বেগ বেড়েছে বিজেপির। সেই রিপোর্টে উল্লেখ, ‘মোদী মন্ত্রিসভার ৪২% মন্ত্রী অর্থাৎ ৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৯০% অর্থাৎ ৭০ জন মন্ত্রী কোটিপতি।‘ এখানেই শেষ নয়, যে ৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ। এডিআর রিপোর্টে এমনটাই উল্লেখ।

Advertisment

এদিকে মোদী মন্ত্রিসভার সাম্প্রতিক সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে রয়েছেন ২৮ জন। বুধবার নয়া মন্ত্রিসভার ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই মন্ত্রীদের নির্বাচনী হলফনাফার তথ্য তুলে ধরে এই রিপোর্ট প্রকাশ করেছে পর্যবেক্ষণ সংস্থা এডিআর।

রিপোর্টে বলা হয়েছে, ৭০ জন মন্ত্রীই কোটিপতি। তাঁদের মধ্যে আবার চার জনের সম্পত্তির পরিমাণ ৫০ কোটির বেশি। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সম্পত্তির পরিমাণ ৩৭৯ কোটি। তালিকায় তার পরেই রয়েছেন পীযূষ গয়াল (৯৫ কোটি), নারায়ণ রাণে (৮৭ কোটি), রাজীব চন্দ্রশেখর (৬৪ কোটি)।

নতুন মন্ত্রিসভায় যাঁদের সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা (১৪ লাখের বেশি), ত্রিপুরার প্রতিমা ভৌমিক (৬ লাখের বেশি), রাজস্থানের কৈলাস চৌধুরি এবং ওড়িশার বিশ্বেশ্বর টুডু। শিক্ষাগত যোগ্যতার নিরিখে ২১ জন স্নাতকোত্তর পাশ। ডক্টরেট নয় জন মন্ত্রী। ১৭ জন স্নাতক, দুই জন ক্লাস এইট পাশ। তিনজন দশম শ্রেণি এবং ৭ জন দ্বাদশ শ্রেণি পাশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Modi Cabinet ADR Criminal Cases Jyotiraditya Scindia Cabinet Expansion
Advertisment