Advertisment

‘কংগ্রেস ৮৫ শতাংশ কমিশনের দল’, নির্বাচনী প্রচারে মোদীর ভয়ঙ্কর আক্রমণ

বিজেপি তুষ্টির রাজনীতির পরিবর্তে সমস্ত মানুষের কল্যাণের দিকে মনোনিবেশ করেছে, দাবি মোদীর

author-image
IE Bangla Web Desk
New Update
"Narendra Modi, Modi chennai airport, modi tamil nadu visit, modi telangana visit, modi karnataka visit, modi chennai airport news, vande bharat express, chennai news, tamil nadu news, hyderabad news, indian express"

সামনেই কর্ণাটক নির্বাচন! তার আগে আজ রবিবার কোলারে জনসভা করলেন প্রধানমন্ত্রী মোদী। এই সমাবেশ থেকে তিনি বিরোধীদের তীব্র নিশানা করেন। জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি প্রথমে সেখানে উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান। কংগ্রেস ও জেডিএসকে নিশানা করে তিনি বলেন, ‘এই দুই দলই কর্ণাটকের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে’। তিনি বলেন, এই দুই দলকে একসঙ্গে  ক্লিন বোল্ট করতে চলেছে কর্ণাটকের মানুষ।

Advertisment

কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য কোলারে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে, কংগ্রেস-জেডিএস-কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, যে যতদিন এখানে কংগ্রেস-জেডিএস জোট ছিল, কর্ণাটকের উন্নয়ন থমকে ছিল। বিজেপির সংকল্প কর্ণাটককে ভারতের এক নম্বর রাজ্যে পরিণত করা। তিনি আরও বলেছিলেন যে কর্ণাটকের এই নির্বাচনটি কেবল আগামী পাঁচ বছরের জন্য এমপি, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী করার জন্য নয়, বরং আগামী ২৫ বছরে একটি উন্নত ভারতের রোডম্যাপের ভিত্তি মজবুত করার নির্বাচন।

প্রধানমন্ত্রী মোদির মতে, কর্ণাটকের উন্নয়নের জন্য রাজ্যে একটি ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। ডবল ইঞ্জিন সরকার আসার সঙ্গে সঙ্গে রাজ্যে উন্নয়নের জোয়ার বইবে বলেও দাবি করেন মোদী। তিনি বলেন, আধুনিক সংযোগের জন্য ডাবল ইঞ্জিন সরকার যে কাজ করছে তা সমগ্র অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করবে। বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে এখানকার কৃষি এবং শিল্প উভয়ের জন্যই নতুন সুযোগ প্রদান করবে।

জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাকে নিশানা করছেন কংগ্রেসের নেতারা তাতে আখেরে দলেরই ক্ষতি হচ্ছে। কেউ বলছেন মোদীর কবর খুঁড়বেন, আবার কেউ সাপের সঙ্গে তুলনা করছেন আমায়”। কোলারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, “কংগ্রেসের পরিচয় হল ৮৫ শতাংশ কমিশনের দল। তিনি বলেন, বিজেপি তুষ্টির পরিবর্তে সমস্ত মানুষের কল্যাণের দিকে মনোনিবেশ করেছে। “কংগ্রেস কেবল দুর্নীতিতে  উন্নতি করে চলেছে। এ কারণে তারা দুর্নীতির তদন্ত হোক সেটা চায় না”। গান্ধী পরিবারের কথা উল্লেখ করে মোদী এদিন বলেন, ‘যেহেতু দলের শীর্ষ নেতারা দুর্নীতিতে জড়িত, তাই কংগ্রেস দুর্নীতিবিরোধী হতে পারে না। একমাত্র বিজেপিই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেখাতে পারে,”। কর্ণাটক বিধানসভা নির্বাচন আগামী ১০ই মে অনুষ্ঠিত হতে চলেছে, নির্বাচনের ফলাফল ১৩ মে প্রকাশিত হবে।

modi karnataka elections
Advertisment