উত্তর প্রদেশে ভোটের দিন জোট এগোচ্ছে, তত গৃহ কোন্দল বাড়ছে বিজেপিতে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিরোধী কণ্ঠ আরও বেশি সোচ্চার হচ্ছে। এবার রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত নিয়ে সরব হলেন এক বিজেপি নেতা। তাঁর খোঁচা, ‘প্রথম ঢেউ থেকে আমরা শিক্ষা নিইনি। তাই দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্যের প্রতি গ্রামে অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে।‘
জানা গিয়ছে এই বিদ্রোহী বিজেপি নেতার নাম রাম ইকবাল সিং। তিনি দলের রাজ্য বিজেপির কার্যকরী কমিটির সদস্য। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তিনি। এর আগেও দলীয় এক বিধায়ক একইভাবে আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন। এদিকে, গত দিনের চেয়ে দেশে দৈনিক করোনা সংক্রমণের হার বাড়লো। আবারও দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজার অতিক্রম করেছে। বেড়েছে মৃত্যুও। তবে, আশার আলো দেখাচ্ছে সুস্থতার পরিসংখ্যান।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ বেশি। দৈনিক করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৯৪৪ জন। দেশেকমছে সক্রিয় রোগীর হার। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৫৮ জন।
বর্তমানে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ। দেশে মোট করোনার বলি ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জন। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩২ কোটি ১৭ লক্ষের বেশি মানুষ। শনিবার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৭৭ হাজার ৩০৯টি।
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই প্রজাতী সংক্রমণ অতি দ্রুত গতিতে ছড়ায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। টিকাকরণ ভাইরাস রুখতে টিকাকরণে জোর দেওয়া হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে বলে সতর্ক করেছেন ‘হু’-য়ের প্রতিনিধি রুশিয়া মেলিটা ভুজনোভিক। তবে, সম্ভব হলে লকডাউনের পক্ষেই সওয়াল করেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন