Advertisment

রাজধানীর কুর্সিতে ঝাড়ু ফিরলে পাঠক্রমে ঢুকবে ভারত-ভক্তি

বিজেপি প্রায়ই দেশভক্তি, জাতীয়বাদের কথা বলে। যার বিরুদ্ধে সরব আপ সহ বিরোধী দলগুলো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

আম আদমি পার্টির নির্বাচনী ইস্তেহারে এবার 'দেশভোক্তি'র কথা। ফের ক্ষমতায় এলে স্কুল পাঠক্রমে 'দেশভক্তি' বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়ালের দল। শিশুদের মনে জাতীয়তাবাদের অনুভূতি জাগ্রত করতেই আপের ইস্তেহারে এই প্রতিশ্রুতি বলে জানানো হয়েছে।

Advertisment

বিজেপি প্রায়ই দেশভক্তি, জাতীয়বাদের কথা বলে। যার বিরুদ্ধে সরব বিরোধী দলগুলো। 'দেশভোক্তির' নামে মোদী সরকার 'দেশভাগের' চেষ্টা করছে বলে দাবি কেজরিওয়ালের আপের। তাহলে হঠাৎ সেই 'দেশভোক্তি'কেই কেন হাতিয়ার করতে মরিয়া আপ? দিল্লির শিক্ষামন্ত্রী ও আপ নেতা মণীশ শিশোদিয়া বলেন, 'বিজেপি যা করছে তা আসলে দেশভাগের চেষ্টা। সেই দেশভোক্তির বিরোধী আপ। আমরা মনে করি, দেশভোক্তি'র বিষয়টি স্কুল পাঠক্রমে অন্তর্ভুক্ত থাকলে ছোট থেকেই শিশুদের জাতীয়বাদ প্রসঙ্গে অনুভূতি গড়ে উঠবে। দেশের নিরাপত্তা বাহিনী ও তেরঙ্গাকে সম্মান করতে শিখবে।' মন্ত্রীর কথায় পরবর্তী পাঁচ বছরের জন্য আপ ফের ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য ও শৌচালয় নির্মাণে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: গত পাঁচ বছরে কী করেছে কেজরিওয়াল সরকার? খতিয়ান পেশের দাবি শাহের

আগামী শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। ১১ তারিখ রয়েছে ফল ঘোষণা। ভোট ঘিরে রাজনৈতিক প্রচার তুঙ্গে। একে অপরকে বিঁধছেন আপ ও বিজেপি। কেজরিওয়াল সরকার গত পাঁচ বছর কোনও কাজ করেনি বলে দাবি পদ্ম শিবিরের নেতাদের। সোমবারের পর দুই শিবিরের প্রথম সারির প্রায় সব নেতারই একাধিক সভা রয়েছে মঙ্গলবার। তার মাঝেই রাজধানীর শাসক দলের নির্বাচনী ইস্তেহার বিতর্কে অন্য মাত্রা যোগ করল।

মঙ্গলবার প্রচারে গেরুয়া বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন কেজরিওয়াল। দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? তা জানানো হলে গত পাঁচ বছরের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে বিতর্ক করবেন বলে স্পষ্ট জানান আপ সুপ্রিমো।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Arvind Kejriwal
Advertisment