Advertisment

AAP-BJP Protest in Delhi: দিল্লিতে ধুন্ধুমার! আপ সমর্থক-পুলিশের ধস্তাধস্তি, আটক নেতা-মন্ত্রী, পাল্টা বিক্ষোভ বিজেপির

AAP Protest: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। আম আদমি পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধল দিল্লি পুলিশের। সকালেই দিল্লি পুলিশের তরফে জানানো হয়, এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। রাজধানীর একাধিক জায়গায় ১৪৪ ধারা প্রয়োগ করা হয়। আটক করা হয় পাঞ্জাবের এক মন্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
AAP Protest, Arvind Kejriwal Arrested

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার।

AAP Protest: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। আম আদমি পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধল দিল্লি পুলিশের। সকালেই দিল্লি পুলিশের তরফে জানানো হয়, এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। রাজধানীর একাধিক জায়গায় ১৪৪ ধারা প্রয়োগ করা হয়। আটক করা হয় পাঞ্জাবের এক মন্ত্রীকে।

Advertisment

এদিন সকাল ১০টা নাগাদ দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের সামনে জড়ো হন আপ সমর্থকরা। পুলিশ মাইকিং করে, এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবুও আপ নেতা-কর্মীরা এলাকা ছাড়তে নারাজ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাঁদের। কয়েকজনকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। আপের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর নির্যাতন করছে বিজেপি।

আপের পাল্টা কর্মসূচি পালন করে বিজেপিও। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে দিল্লি সরকারের মন্ত্রণালয় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপি। নেতৃত্বে থাকবেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। বিজেপির দাবি, তাদের মিছিলেরও অনুমতি দেয়নি পুলিশ। তবে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করবে বিজেপি।

আপ নেতা আদিল আহমেদ খান সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক। এটাই স্বৈরতন্ত্র। একটি ভুয়ো মামলায় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করায় মানুষ খুবই ক্ষুব্ধ। আপ কর্মীরা এবং দিল্লির লোকেরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করার পরিকল্পনা করছিল। কিন্তু সেখানে যে ধরনের পুলিশ মোতায়েন আছে, তা লজ্জাজনক। আমি বিজেপিকে বলতে চাই তাদের গুন্ডামি বেশিদিন চলবে না। আমরা পিএমওর দিকে মিছিল করব।'

আরও পড়ুন Arvind Kejriwal Arrest: হেফাজত থেকেই নির্দেশ! দিল্লিবাসীর জন্য মন কাঁদছে কেজরির

AAP PMO Arvind Kejriwal Delhi Police bjp
Advertisment