Advertisment

INDIA alliance: কেজরিওয়াল গ্রেফতার হলে সুনামির সাক্ষী থাকবে দেশ, সপ্তম সমনের প্রেক্ষিপ্তে হুঙ্কার আপের

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সিবিআই বা ইডি গ্রেফতার করতে পারে কেজরিওয়ালকে, চূড়ান্ত আশঙ্কার কথা শোনালেন আপ নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
AAP Arvind Kejriwal arrest

এএপি নেতা সৌরভ ভরদ্বাজ (মাঝে), অতীশি (ডানে) এবং সন্দীপ পাঠক শুক্রবার নয়াদিল্লিতে মিডিয়াকে ভাষণ দিচ্ছেন। (ছবি: X/@AamAadmiParty)

আম আদমি পার্টি (AAP) কংগ্রেসের (Congress) মধ্যে দিল্লিতে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই আগামী সোমবারই দিল্লির কথিত আফগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে সমন জারি করেছে ইডি। ইডির সমনের একদিন পরে, আপ নেতা সৌরভ ভরদ্বাজ শুক্রবার বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করতে পারে।

Advertisment

আপ এবং কংগ্রেসের মধ্যে ইন্ডিয়া জোটের চূড়ান্ত বৈঠকের পরে আসন সমঝোতার প্রশ্নে দু'দলই একটা ঐক্যমতে এসেছে। এর মাঝেই ভরদ্বাজের বিবৃতি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তিনি এক বিবৃতিতে বলেন, “আমরা বিজেপিকে বলতে চাই, চাইলে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করুন। কিন্তু কেজরিওয়ালের গ্রেফতারি আপ এবং কংগ্রেসের মধ্যে জোট ভাঙতে পারবে না।” আপের দলীয় সূত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে ৪-৩ আসনে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবে আপ-কংগ্রেস।

আপ নেতা সৌরভ ভরদ্বাজ বিজেপিকে (BJP) নিশানা করে বলেছেন, 'যে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল কংগ্রেসের সঙ্গে আপ আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে ঠিক সেই মুহূর্তেই অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal) ইডি থেকে সপ্তম সমন পেয়েছেন। এর পাশাপাশি, কিছু বিশ্বস্ত সূত্র আমাদের জানিয়েছে যে শুধু ইডি নয় সিবিআইও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। তিনি আরও বলেন, 'আমরা জানতে পেরেছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে”।

আপ রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক বলেন, “যেদিন অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার করবেন, গোটা দেশ সুনামির সাক্ষী থাকবে"। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতীশি। তিনি এদিন বলেন, “যত খুশি নোটিশ পাঠান, যত খুশি সমন পাঠান, আপের সব নেতাকে গ্রেফতার করুন, চাইলে আমাদের ফাঁসি দিয়ে দিন… কিন্তু আপনার হুমকিতে আমরা ভয় পাব না। আমরা এই দেশের সংবিধানের জন্য লড়াই করেছি এবং আমরা তা চালিয়ে যাব”।

AAP
Advertisment