দিল্লি, গুজরাট সহ ৫ রাজ্যে আসন সমঝোতায় পৌঁছেছে আপ-কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও আম আদমি পার্টির যৌথ সংবাদ সম্মেলনে পাঁচ রাজ্যে জোটের কথা ঘোষণা করা হয়েছে। আপের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন সন্দীপ পাঠক, অতীশি এবং সৌরভ ভরদ্বাজ। কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন মুকুল ওয়াসনিক, দীপক বাওয়ারিয়া এবং অরবিন্দর লাভলি।
কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক বলেছেন যে আম আদমি পার্টির সঙ্গে আসন বন্টন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, কংগ্রেস এবং আপের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। আপ দিল্লির ৪টি লোকসভা আসনে লড়বে। আপ নয়াদিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কংগ্রেস দিল্লির ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গুজরাটের কথা বললে, আপ দুটি লোকসভা আসন ভারুচ এবং ভাবনগরে লড়বে। যেখানে চণ্ডীগড় লোকসভা আসনে কংগ্রেস এবং গোয়ার দুটি আসনেই লড়বে কংগ্রেস। তবে গোটা পাঞ্জাবে একসঙ্গে লোকসভা ভোটের বিষয়ে এখনও কোন ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি বলেই দলীয় সূত্রে খবর।
কোথায় কত আসন নিয়ে আলোচনা হয়েছে?
দিল্লিতে (৭টি আসনের মধ্যে), কংগ্রেস ৩টিতে এবং আপ ৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। গুজরাটে (২৬ টি আসনের মধ্যে), কংগ্রেস ২৪ টিতে এবং আপ ২টি আসনে (ভারুচ এবং ভাবনগরে) প্রতিদ্বন্দ্বিতা করবে। হরিয়ানায় (১০ টি আসন), কংগ্রেস ৯টি এবং আপ একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে (কুরুক্ষেত্র)। চণ্ডীগড়ের একটি আসনেই নির্বাচনে লড়বে কংগ্রেস। গোয়ার দুটি আসনেই নির্বাচনে লড়বে কংগ্রেস।