scorecardresearch

বড় খবর

লেফটেন্যান্ট গভর্নরের মনোনীতদের মেয়র নির্বাচনে ভোটদান ঠেকাতে সুপ্রিম কোর্টে আপ

ভোটে সংখ্যার তারতম্য ঘটাতে পারেন লেফটেন্যান্ট গভর্নরের মনোনীতরা, অভিযোগ আপের।

AAP Mayor Candidate Shelly
আপের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়

দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন নিয়ে জমে উঠল রাজনীতি। আম আদমি পার্টি এই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। যাকে বিলম্বের কৌশল বলে কটাক্ষ করেছে বিজেপি। দিল্লি বিজেপির কার্যনির্বাহী সভাপতি বীরেন্দ্র সচদেব দাবি করেছেন যে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানান, মেয়র নির্বাচনে তাঁদের দলের সমস্যা কী হচ্ছে। আপ তো অনেক আগে থেকেই দাবি করছে যে, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তারপরও মেয়র নির্বাচনে আপের সমস্যাটা কী সরাসরি কেজরিওয়ালের কাছেই তা জানতে চেয়েছেন সচদেব।

ইতিমধ্যে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুটি অধিবেশন স্থগিত হয়ে গিয়েছে। ওই দুটি অধিবেশনে মেয়র, ডেপুটি মেয়র এবং স্থায়ী কমিটির ছয় সদস্যের পদে নির্বাচন হতে পারেনি। এই পরিস্থিতিতে আম আদমি পার্টি (এএপি) বৃহস্পতিবার জানিয়েছে যে তাদের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়। বর্তমানে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের শাসক দল আপের নেতা মুকেশ গোয়েল সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তাঁর আবেদন, মেয়র পদে ‘অবিলম্বে’ নির্বাচন করতে হবে।

আপের সর্বভারতীয় মুখপাত্র সৌরভ ভরদ্বাজ এই প্রসঙ্গে বলেন, ‘আপ হাউসের নেতা এবং মেয়র পদপ্রার্থীর মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আমরা সর্বোচ্চ আদালতে দুটি প্রধান দাবি রেখেছি, প্রথমটি হল নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়র নির্বাচন করতে হবে। যাতে এমসিডির প্রশাসন গঠন করা যায়। আর দ্বিতীয়টি হল, যেহেতু অল্ডারম্যানদের সংবিধানের 243R অনুচ্ছেদ এবং DMC আইনের তৃতীয় ধারা অনুযায়ী ভোট দেওয়ার অধিকার নেই, তাই তাদের ভোট দেওয়া নিষিদ্ধ করতে হবে।’

দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম অধিবেশন ৬ জানুয়ারি ডাকা হয়েছিল। কিন্তু, চার জন অল্ডারম্যানের শপথ গ্রহণের পরে তা স্থগিত হয়ে যায়। কারণ, আপ ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে কারা প্রথমে শপথ নেবেন, মনোনীত সদস্য না নির্বাচিত সদস্যরা প্রথমে শপথ নেবেন, তা নিয়ে বিবাদ তৈরি হয়েছিল। পরবর্তী অধিবেশন ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সমস্ত সদস্য, কাউন্সিলর এবং মনোনীত অল্ডারম্যানরা শপথ গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবস মানেই সেনাবাহিনীর কুচকাওয়াজ, কোথা থেকে এল এই ধারণা?

কিন্তু, আপ কাউন্সিলররা নিয়ম অনুযায়ী অল্ডারম্যানরা মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না-বলে দাবি জানিয়েছিল। এরপরই অধিবেশন স্থগিত হয়ে যায়। আপ এবং বিজেপি উভয় দলই অধিবেশন স্থগিত করার জন্য একে অপরকে দোষারোপ করেছে। আপ জানিয়েছে, তাদের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়ও ১০ অল্ড্যারম্যানের ভোটদানে নিষেধাজ্ঞা চেয়েছেন। কারণ, এই অল্ড্যারম্যানদের দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাইকুমার সাক্সেনা মনোনীত করেছেন। আর, এই মনোনীতরা সকলেই বিজেপির লোক।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Aap knocks on supreme court door about mcd mayor elections