UP Poll 2022: উত্তর প্রদেশ ভোটে আম আদমি পার্টি (আপ) এবং সমাজবাদী পার্টি (সপা)-র জোট সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার এই সম্ভাবনা উসকে দিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। এদিন তিনি সপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষেই উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় সিং বলেন, ‘আমাদের প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। দুই দলের লক্ষ্য উত্তর প্রদেশ থেকে বিজেপিকে হটিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা। বিরোধী ঐক্য জোরদার হলেই বিজেপিকে হারানো সম্ভব। সেই প্রসঙ্গেই এদিন সপা প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। উনি বিরোধী জোটকে এক করতে অনেক আগেই উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অংশ হতে পারে আপ।‘
এই প্রসঙ্গে উল্লেখ্য, উত্তর প্রদেশে বিজেপির রক্তচাপ বাড়াতে পারে সপা এবং আরএলডি-র জোট। সম্প্রতি এই দুই দল ভোটের আগে চূড়ান্ত পর্যায়ের জোট পরিস্থিতি নিয়ে কথা বলেছে। যদিও সিদ্ধান্ত এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি কোনও দল।
এদিকে, গত সপ্তাহ থেকে সরকারিভাবে বায়ুসেনার জন্য খুলে গিয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পাশাপাশি রাজ্যের পূর্বপ্রান্ত থেকে দিল্লি-সহ লখনউ এবং কানপুরে পৌঁছতেও কার্যকরী ভূমিকা নেবে এই এক্সপ্রেসওয়ে। আপদকালীন পরিস্থতিতে উত্তর প্রদেশের সুলতানপুর জেলার এই এক্সপ্রেসওয়েকে রানওয়ে হিসেবে ব্যবহার করবে বায়ুসেনা। উঠতে এবং নামতে পারবে যুদ্ধ বিমান। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে সি-১৩০ হারকিউলিস বিমানে অবতরণ করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর নরেন্দ্র মোদির উপস্থিতিতেই বায়ু সেনার জন্য খুলে দেওয়া হয় এই এক্সপ্রেসওয়ে। কাওয়াল খেড়ির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।
এঁদের উপস্থিতিতেই সাড়ে ৪ বছরের উত্তর প্রদেশের উন্নয়ন পক্ষে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি উত্তর প্রদেশের সাংসদ এবং প্রধান সেবক হিসেবে কাজ করে চলেছি। এই এক্সপ্রেসওয়ে রাজ্যকে নতুন দিশা দেখাবে। পিছিয়ে থাকা পূর্বাঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।‘
তাঁর দাবি, ‘গত কয়েক বছরে রাজ্যজুড়ে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। যোগী সরকার সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে কাজ করছে। আমূল বদলে গিয়েছে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি। পরিকাঠামো উন্নয়নের সঙ্গে বিনিয়োগেও সামনের দিকে এগিয়েছে রাজ্য।‘ পূর্বতন সরকার তাঁকে এই রাজ্যে উন্নয়নের কাজ করতে দেয়নি। এই অভিযোগ এদিন সুলতানপুরে করেছেন প্রধানমন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন