Advertisment

ফের মহাবিপাকে কেজরিওয়াল, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ শাহর মন্ত্রকের বিরুদ্ধে

লোকসভায় হারবে বুঝে বিজেপি হতাশা থেকে এসব করছে, অভিযোগ আপের।

author-image
IE Bangla Web Desk
New Update
MHA asks CAG for special audit

গত ২০ জুন, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সুপারিশ অনুযায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসিয়াল বাংলো পুনর্গঠনে কথিত অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের ব্যাপারে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-কে একটি বিশেষ অডিটের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ)। লেফটেন্যান্ট গভর্নরের ভবনের আধিকারিকরা জানিয়েছেন যে ২৪ মে লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় থেকে প্রাপ্ত একটি চিঠির নোট নেওয়ার পরেই স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সংযোজন বা পরিবর্তন ইস্যু অর্থাৎ পুনর্গঠনে 'মোট এবং প্রাথমিকভাবে আর্থিক অনিয়ম' উল্লেখ করে সিএজিকে অডিট করতে বলেছে।

Advertisment

একথা জানার পরই আম আদমি পার্টি অভিযোগ করেছে, 'বিজেপি দল আগামী বছরের লোকসভা নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা দেখে হতাশ। সেই কারণে কেন্দ্রীয় সংস্থাগুলোকে খোলাখুলি অপব্যবহার করছে।' দিল্লির মুখ্যসচিবের রিপোর্ট অনুসারে, অর্থাৎ যার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক এই বিশেষ নিরীক্ষার অনুরোধ করেছে, সেই রিপোর্ট বলছে যে কেজরিওয়ালের সিভিল লাইনস বাসভবনের সংস্কারে সম্পূর্ণ নির্মাণ বা পুনরায় নির্মাণ-সহ বেশ কয়েকটি প্রাথমিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিল্ডিং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দ্বারা এবং প্রযোজ্য ভবন নির্মাণের আইন অনুযায়ী ভবনের নকশার বাধ্যতামূলক অনুমোদন পাওয়া যায়নি।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এই ভবন নির্মাণের কাজের প্রাথমিক খরচ ধরা হয়েছিল ১৫ কোটি থেকে ২০ কোটি টাকার মধ্যে। কিন্তু, এটি 'সময়-সময়ে স্ফীত' হয়েছে। তার জেরে খরচ হয়েছে প্রায় ৫৩ কোটি টাকা। যা এমপিডি-২০২১ এর লঙ্ঘন এবং অন্যদের মধ্যে পরিবেশগত নিয়মও লঙ্ঘন করেছে। সব শুনে আপ অভিযোগ করেছে, 'সেই সিএজিকে দিয়ে আবার তদন্ত করিয়ে কেন্দ্র নির্বাচিত সরকারের অধিকার হরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লি সরকারের ব্যাপারে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার সাংবিধানিক নীতি লঙ্ঘন করছে। যা বিজেপির হতাশা, বিকারগ্রস্ততা এবং কর্তৃত্ববাদী প্রবণতার স্পষ্ট প্রতিফলন।'

আরও পড়ুন- মোদীকে হারাতে, একইসঙ্গে দোস্তি-কুস্তির কঠিন চ্যালেঞ্জের মুখে বিরোধীরা

আপ আরও বলেছে, 'এটা স্পষ্ট যে দিল্লিতে তার টানা নির্বাচনী পরাজয়ের কারণে বিজেপি উদ্বিগ্ন। শুধুমাত্র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সৎ সরকারের সুনামকেই তাই তারা কলঙ্কিত করার চেষ্টা করছে। একইসঙ্গে প্রাতিষ্ঠানিক ক্ষমতার কাঠামোকে দুর্বল করার গোপন চেষ্টাতেও বিজেপি লিপ্ত হয়েছে। তথাকথিত মদ কেলেঙ্কারি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাসভবনের পুনর্নির্মাণে অনিয়ম পর্যন্ত বানানো অভিযোগগুলো আদানিকে জড়িত বিশাল কেলেঙ্কারি থেকে জনসাধারণের মনোযোগ সরানোর জন্য করা হয়েছে। এটা একটি সাবধানে সাজানো নাটকের অংশ। যা প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় অবিচ্ছিন্ন ভাবে চলছে।'

amit shah Arvind Kejriwal AAP
Advertisment