Advertisment

Punjab ভোটে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? অমৃতসরে ঘোষণা করলেন Kejariwal

Punjab Assembly Election 2022: 'গোটা পাঞ্জাব এখন পরিবর্তনের পক্ষে। আর আপ একমাত্র বিকল্প।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Punjab Election 2022, AAP, Arvind Kejariwal

এদিন ট্যুইট করে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Punjab Assembly Election 2022: পাঞ্জাব জয়ের লক্ষে মরিয়া আম-আদমি-পার্টি। একদিনের রাজ্য সফরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সফরের মাঝেই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বড় ঘোষণা করলেন আপের আহ্বায়ক। সোমবার কেজরিওয়ালের উপস্থিতিতে আম-আদমি-পার্টিতে যোগ দেন প্রাক্তন আইপিএস কুমাত বিজয় প্রতাপ সিং। তাঁকে আম-আদমির পুলিশ বলেই তুলে ধরেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের ফাঁকে কেজরিওয়াল ঘোষণা, ‘পাঞ্জাব বিধান সভা ভোটে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হবেন। যাকে নিয়ে গোটা রাজ্য গর্ব করবে।‘

Advertisment

এদিকে প্রাক্তন আইপিএস-এর আপে যোগদান প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘কুমার বিজয় প্রতাপ রাজনীতিবিদ নয়, উনি আম আদমির পুলিশ। আমরা সবাইকে এখানে দেশের কাজ করতে এসেছি, সেই আবেগে ভর করেই উনি আপে যোগ দিয়েছেন। গোটা পাঞ্জাব এখন পরিবর্তনের পক্ষে। আর আপ একমাত্র বিকল্প।‘

উল্লেখ্য, ২০১৫ সালে গুরু গ্রন্থ সাহিবে পুলিশি গুলি চালনার ঘটনায় সিট গঠন হয়েছিল। সেই সিটের সদস্য ছিলেন এই আইপিএস। যদিও কালের নিয়মে তদন্ত শেষের আগেই ভেঙে দেওয়া হয় এই সিট। যদিও এদিনের অনুষ্ঠানে কেজরিওয়াল প্রতিশ্রুতি দেন, ‘রাজ্যে আপ ক্ষমতায় এলে বিভিন্ন গুরুতর অপরাধে অভিযুক্তরা সাজা পাবেন।‘ সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর।

এদিকে, শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে ক্যাপ্টেনের চিন্তা বাড়িয়ে ২৭ বছর পর ফের মায়াবতীর হাত ধরল শিরোমণি অকালি দল। ১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে শেষবার জোট বেঁধে লড়েছিল অকালিরা এবং বহুজন সমাজ পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে ফের জোট বেঁধে লড়বে দুই দল।শনিবার এই এই জোটের কথা ঘোষণা করেছেন অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। গত বছরই বিজেপির সঙ্গত্যাগ করেছে দীর্ঘদিনের এনডিএ শরিক। এবার বিজেপির অন্যতম বিরোধী বিএসপির সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়বে অকালিরা। গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে যতগুলো আসন ছেড়েছিল, মায়াবতীর দলকেও ততগুলি আসন এবার ছাড়বে অকালি দল।

দলিত অধ্যুষিত দোয়াবা অঞ্চলে ৮টি আসন, মালওয়ায় ৭টি এবং মাঝা অঞ্চলে ৫টি, মোট ২০টি আসনে লড়বে বিএসপি। বাকি ৯৭টি আসনে লড়বে অকালি দল। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ১১১টি আসনে লড়ে একটিতেও জিততে পারেননি মায়াবতী। এবারের ফ্রন্ট নিয়ে আশাবাদী দুই দলই। বিকাশের পথে নয়া পাঞ্জাব গড়ার ডাক দিয়েছে দুই দল। এই জোটকে রাজ্য রাজনীতিতে নয়া মোড় বলেছেন সুখবীর সিং বাদল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

AAP Arvind Kejariwal SAD Punjab Election 2022 BSP
Advertisment