Advertisment

'বাংলায় মোদীও খেলা হবে স্লোগান দিয়েছেন, ওঁকে কেন গ্রেফতার নয়', সায়নী ইস্যুতে মন্তব্য অভিষেকের

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি বাতিল করেছে ত্রিপুরা পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc leader Abhisekh Banerjee criticises Tripuras Biplab Deb govt

বিপ্লব দেবের সরকারকে নিশানা অভিষেকের

ত্রিপুরায় আইনশৃঙ্খলার পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে আগরতলায় পৌঁছে বিপ্লব দেব নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারকে তুলোধনা করলেন অভিষেক। 'সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। আইনজীবীদের উপর আক্রমণ হচ্ছে। পুলিশের উপরও আক্রমণ হচ্ছে। এখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।'আগরতলায় পৌঁছে এভাবেই ত্রিপুরা সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

উল্লেখ্য, রবিবার সায়নী গ্রেফতারের পরেই ত্রিপুরা যাবেন বলে ঠিক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিমান অবতরণের জটিলতার কারণে রবিবার রাতে ত্রিপুরায় যাওয়া হয়নি অভিষেকের। আজ সকালে ত্রিপুরা পৌঁছেছেন অভিষেক। আজ বেলা তিনটে নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক। সূত্রের খবর, ত্রিপুরা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ‘ভেবে চিন্তে গোয়ায় যাবেন, ওখানেও না এমন পরিস্থিতি হয়’, আগরতলা ইস্যুতে খোঁচা দিলীপের

এদিকে সোমবার সকালে আগরতলায় পৌঁছে বিপ্লব দেব নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারকে তুলোধনা করেছেন অভিষেক। তিনি বলেন, 'ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। রাগ থাকলে আমার উপর প্রয়োগ করুন। আগরতলার মানুষের উপর কেন এত রাগ। হাসপাতালে বন্দুক-বোমা নিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে। আজও আমার সভার অনুমতি দেয়নি। পথসভা করার অনুমতি দিলেও পদযাত্রার অনুমতি দিল না। আমরা মাথা নত করব না। আমরা কংগ্রেস নই। আমরা তৃণমূল।'

এরই পাশাপাশি সায়নী গ্রেফতারি ইস্যুতে অভিষেক এদিন বলেন, 'ও কী করেছে যে ওঁকে গ্রেফতার করতে হবে। নরেন্দ্র মোদীও তো বাংলায় এসে খেলা হবে বলেছেন। তাঁকে কেন গ্রেফতার করা হবে না। যারা আমাদের মারল তারা ঘুরে বেড়াচ্ছে। ত্রিপুরায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই। জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc tripura abhishek banerjee
Advertisment