সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, প্রবীর ঘোষাল। তালিকা আরও দীর্ঘ। কেউ টুইট করছেন তো কেউ খোলা চিঠি দিয়েছেন। করজোড়ে ক্ষমাও চেয়েছেন কেউ কেউ। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের একটা বড় অংশ এবার ঘরে ফিরতে চান। একইসঙ্গে একাধিক সদ্য জয়ী বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চান বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত ৫ জুন তৃণমূল ভবনে দলের কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপিতে চলে যাওয়াদের দলে ফেরানো নিয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে। তবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজেপি বিধায়কদের যোগের বিষয়ে দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ন্যাস্ত করা হয়েছে।
সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আগের বৈঠকে দলে ফেরানো নিয়ে একপ্রস্ত আলোচনা হযেছে। অনেকে ফের দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছে। তবে শুধু যাঁরা দল ছেড়ে গিয়েছিলেন তাঁরা নয়, বিজেপির অনেক বিধায়কও যোগাযোগ করেছে। সেই সিদ্ধান্ত কর্মসমিতি দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছেড়ে দিয়েছে। কাকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে না তা পরবর্তী কর্মসমিতির বৈঠকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আরও পড়ুন- Abhishek Banerjee: ‘এই তৃণমূল আগের থেকে আলাদা’, কারণ বাতলালেন অভিষেক
বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগাযোগ নিয়ে বিজেপির বক্তব্য, দল ভাঙানো শুরু হয়ে গেল। রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কাউকে জোর করে আনিনি। আর জোর করে কাউকে বেঁধে রাখা যায় না। অর্থ ও ভয় দেখিয়ে সরকারকে কাজে লাগিয়ে দল ভাঙানোর খেলা চালু হয়ে গিয়েছে।"
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একাধিক বিধায়ক গেরুয়া শিবিরে ভিড়েছিলেন। তাঁদের অনেকে বিধায়ক পদের টিকিট পেয়েছেন, অনেকের কপালে তা-ও জোটেনি। শুভেন্দু অধিকারী ছাড়া বেশিরভাগ দলবদলুই হেরেছে নির্বাচনে। এবার তৃণমূলের জয়ের পর অনেকেই ফিরতে চাইছেন ক্ষমতার অলিন্দে। কিন্তু দলবদলুদের ঘরে ফেরাতে দলের একাংশের ঘোর আপত্তি রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন