Abhishek Banerjee: বাংলায় জ্বালানির সেঞ্চুরি, মোদীকে নিশানা অভিষেকের

'মোদি বাবু, পেট্রল বেকাবু'। কেন্দ্রকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

'মোদি বাবু, পেট্রল বেকাবু'। কেন্দ্রকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee attacked modi govt on petrol diesel price hike

অভিষেকের নিশানায় মোদী।

কোচবিহার, পুরুলিয়া, নদীয়ায় পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। কলকাতা সহ রাজ্যের বাকি অংশেও পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোরায়। প্রতি লিটার ডিজেলও ৯০ পেরিয়েছে। জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়ছে। নাভিশ্বাস উঠছে আমআদমির। এই পরিস্থিতির জন্য কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভইষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, ' কেন্দ্রীয় সরকার অদম্য চেষ্টায় মানুষের উপর বোঝাও বাড়িয়ে চলেছেন।'

Advertisment

গত বছর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিজের করা একটি পুরনো ট্যুইটকে ফের সামনে এনেছেন অভিষেক। এদিন সোশাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, 'বিজেপি সরকারের আমলে ঐতিহাসিকভাবে জ্বালানির বাড়ছে। কিন্তু বিজেপি সরকারের অনড় চেষ্টায় মানুষের উপর বোঝাও বেড়ে চলেছে। ২০২০ সালের থেকে তেমন কোনও পরিবর্তন হয়নি। মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে, কিন্তু বিজেপি সেই একইভাবে অন্যকে দোষারোপ করার খেলায় মেতে রয়েছে।'

আরও পড়ুন- নজর ২০২৪: তৃণমূলকে কাছে পেতে মরিয়া সোনিয়া, বড় পদক্ষেপের পথে কংগ্রেস

Advertisment

এরপরই টুইটের ট্যাগলাইনে অভিষেক লিখেছেন, 'মোদি বাবু, পেট্রল বেকাবু'।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অধিকাংশই 'মোদি বাবু, পেট্রল বেকাবু' ট্যাগটিকে বেছে নিয়ে জ্বালানির দাম বৃদ্ধির জন্য মোদী সরকারকে আক্রমণ শানাচ্ছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp abhishek banerjee modi Modi Government Petrol-Diesel price Hike