/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/modi-abhishek-1.jpg)
নরেন্দ্র মোদী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লককডাউনে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পরিসংখ্যান দিতে পারেনি কেন্দ্র। যা নিয়ে মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন তৃণমূল সাংসদ তথা দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারে 'অমানবিক সরকার' বলেও কটাক্ষ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
টুইটারে প্রশ্ন তুলে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'সরকারের কোনও ধারণা নেই কত মানুষের চাকরি গিয়েছে, কত মানুষের জীবন গিয়েছে ! কবে এই অমানবিক সরকার শেষ হবে?'
Absolutely zilch amount of data with @BJP4India Govt on the countless lives & jobs lost among migrant workers! Turns out that speeches by @narendramodi Ji & his ministers were nothing more than flowery words. Will there ever be an end to your inhumanity?https://t.co/XsrcZVeISE
— Abhishek Banerjee (@abhishekaitc) September 15, 2020
গতকাল সংসদে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পরিসংখ্যান দিতে পারেনি কেন্দ্র। কেন্দ্রের তরফে বলা হয়, লকডাউনে পথেই কত জন মারা গিয়েছে, তার কোনও হিসেব সরকারের কাছে নেই। তাই হিসেব না থাকায় ক্ষতিপূরণও নেই। এমনকি কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যাও কেন্দ্রের কাছে নেই। কেন্দ্রের এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর সমালোচনা তৈরি হয়।
আরও পড়ুন- ‘আপনি গুনতি করেননি বলেই কারও মৃত্যু হয়নি?’, কটাক্ষ রাহুলের
এই প্রথম নয়, এর আগেও পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে মোদী সরারের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ। গরীব কল্যাণে কেন্দ্রীয় সরকারের মানসিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
একই ইস্যুতে এদিন সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। টুইটে তিনি লেখেন, 'তোমরা (সরকার) যদি মৃতের সংখ্যা না জানো, তার মানে কি কেউ মারা যায়নি?'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন