প্রকৃত মোদী বিরোধী শক্তি কে? বিরোধী জোট শিকেয় তুলে তা প্রমাণে এমনিতেই একে অপরকে নিশানা করছিল কংগ্রেস, তৃণমূল। ফাটল বাড়ছিল। আরব সাগরের তীরে সৈকত রাজ্যের ভোট ঘিরে তা আরও চওড়া হল। এবার গোয়া সফরে কংগ্রেসকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গোয়ায় কংগ্রেস পর্যবেক্ষক পি চিদাম্বরমের বিরুদ্ধে তরম আক্রমাণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান নেতাকে কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন তরুণ এই সাংসদ।
গোয়ার ভোট তৃণমূল বিরোধী ভোট ভাগ করতে এসেছে। বাংলার শাসক দলের তরফে জোটের কোনও প্রস্তাব আসেনি। দিন কয়েক আগেই এই দাবি করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
আর অভিষেক চিদাম্বরমের তৃণমূলের পক্ষ থেকে জোটের প্রস্তাব না পাওয়ার দাবিটিকেই চ্যালেঞ্জ জানান। বলেন, 'ওনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু উনি দলীয় স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছেন। চিদাম্বরণজির মিথ্যা দাবি বেআব্রু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি পবন বর্মা। উনি জানিয়েছে যে, গত ২৪ ডিসেম্বর চিদাম্বরমজির লোধি রোডের বাড়িতে দুপুর দেড়টার সময় গিয়ে উনি বৈঠক করে জোটের প্রস্তাব দিয়েছিলেন।'
চিদাম্বরমের উদ্দেশ্যে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 'পবন বর্মার এই দাবি উনি অস্বীকার করলে মামলা করুন।' পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, 'উনি বড় আইনজীবী। মামলা করলে আমরা কোর্টে আরও প্রমাণ দেব।' তাঁর দাবি, 'কংগ্রেস যদি এই ভোটে বিজেপিকে হারাতে না পারে তবে চিদাম্বরমজির দায় নিয়ে পদত্যাগ করা উচিত'
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, 'কংগ্রেস বলছে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। আসলে বাস্তবে মাঠে নেমে বিজেপির বিরুদ্ধে লড়ছে একমাত্র তৃণমূল। কংগ্রেস গোয়াবাসীর সঙ্গে তঞ্চকতা করছে। তাই গোয়ার নতুন ভোরের স্বার্থে এখানে তৃণমূল এসেছে।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, 'এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই শক্তিশালী করা।' নিজের দাবি প্রমাণে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বক্তব্যকে হাতিয়ার করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অর্থাৎ, কংগ্রেস-বিজেপির অলিখিত জোটের দিকেই ইঙ্গিত তাঁর।