'ডাকলে আবার আসব, কিন্তু মাথা নত করব না।' সাড়ে ৮ ঘণ্টা পর ইডি-র জেরা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে জেরার জন্য তলব পেয়ে দিল্লিতে ইডি-র দফতরে সোমবার হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন প্রায় সাড়ে ৮ ঘণ্টা তাঁকে জেরা করে ইডি। তার পর সন্ধেয় ইডি-র দফতর থেকে বেরোন অভিষেক।
এদিন অভিষেক বলেন, "আমার লুকানোর কিছু নেই। আমার বাড়ি থেকে ১০ কিমি দূরেই ইডি-র অফিস। কিন্তু আমাকে হেনস্তা করার জন্য ১৫০০ কিমি দূরে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। সারদা, রোজভ্যালিতে যাঁরা অভিযুক্ত তাঁদের কতবার ডেকেছে। তদন্তকারীদের আমি দোষ দিই না। আসুন গণতান্ত্রিক ভাবে লড়াই করি। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আবার ডাকলে আবার আসব, কিন্তু মাথা নত করব না।"
অভিষেক এদিন আরও বলেন, 'তদন্তকারী সংস্থা তাঁদের কাজ করছে, আমি সহযোগিতা করছি। ভাবছে আমি মাথা নত করব, আমি অন্য মেটেরিয়াল। ইডি-সিবিআইয়ের ভয়ে মাথা নত করব না।' তাঁর স্ত্রী রুজিরাকে ইডির তলব নিয়ে অভিষেক বলেছেন, "বাড়িতে অন্য কাজ আছে মহিলাদের। আমার ছেলে খুব ছোট। তাঁকে ছেড়ে রুজিরা আসতে পারবে না।"
আরও পড়ুন ED-র সমনকে চ্যালেঞ্জ, অভিষেকের মামলার জরুরি শুনানির আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট
এদিন ২ দফায় সাড়ে আট ঘণ্টা জেরা করা অভিষেককে, এমনটাই ইডি সূত্রে খবর। থাইল্যান্ডের একটি অ্যাকাউন্ট নিয়ে অভিষেককে জেরা করে ইডি। অভিষেক এদিন ইডির কাছে দাবি করে বলেছেন, এমন কোনও অ্যাকাউন্ট নিয়ে তাঁর কিছু জানা নেই। এদিন সংবাদমাধ্যমকে অভিষেক বলেছেন, "দেড় বছর আগে যা বলেছিলাম। আজও সেই কথাই বলছি। অভিযোগ প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমি মাথা নত করব না।"