শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঢোলারহাটে জনসভা করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করেছেন বিজেপিকে। একই সঙ্গে তাঁর নাম নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভয় পান বলে দাবি করেন তিনি। বলেন, 'আপনার কথায় ইডি-সিবিআই ওঠে বসে। তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভাববাচ্যে কথা বলেন কেন? আমার নাম নিতে ভয় কীসের? ইয়ে ডর আচ্ছা হ্যায়। আমি নাম নিয়ে বলছি, অমিত শাহ বহিরাগত, রাজনাথ সিং বহিরাগত, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত।' জনসভায় অভিষেকের চ্যালেঞ্জ, 'আগামী ৫০ বছর বাংলার ক্ষমতায় থাকবে তৃণমূল।' তাঁর চ্যালেঞ্জ 'বগিরাগতদের গুটকার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না।'
Advertisment
কী বললেন অভিষেক?
'দক্ষিণ ২৪ পরগনার আসনে পদ্ম ফোটানো দূরের কথা, আগে একটা বুথে পদ্ম ফুটিয়ে দেখাও।'
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ১টা ইঞ্জিনের সঙ্গে লড়াই করতে ৫০০ ইঞ্জিন মাঠে নামাতে হচ্ছে। আর বিজেপির বলছে বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়বে।'
'বলছে দমবন্ধ হয়ে আসছে, তাই বিজেপির আইসিইউতে গিয়ে ভর্তি হতে হচ্ছে।' নাম না করে দীনেশ ত্রিবেদীকে কটাক্ষ অভিষেকের।
'চ্যালেঞ্জ করছি, উন্নয়নের নিরিখে আগামী ৫০ বছর বাংলায় থাকবে তৃণমূল।'
'অমিত শাহ আসছেন। বলছেন ভাইপো। আমাকে নিশানা করে গালমন্দ করছেন। তবু আমার নাম নিতে পারছেন না। আমার নাম নিতে ভয় কেন? ইয়ে ডর হামকো আচ্ছা লাগতা হ্যায়।'
'প্রতিটি সভায় জয় শ্রীরাম না বলে জয় সিয়ারাম বলে সভা শুরু করুন। বাপের বেটা হলে ওদেরও জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব।'
'দিলীপ ঘোষ বলেছেন দুর্গার ইতিহাস জানি না, রামের ইতিহাস জানি, এটা বলছে কারণ ওরা মহিলাদের সম্মান দেয় না। যাঁরা নারীদের সমামন দেয় না তাঁরা কীভাবে সোনার বাংলা গড়বেন?'
'বগিরাগতদের গুটকার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না, ভোটের পর প্যাক করে ফেরত পাঠাতে হবে, এবারের লড়াই বাংলা থেকে বহিরাগতদের ফেরৎ পাঠানোর লড়াই।'
'প্রতিবছর জিএসটি ও ট্যাক্স মিলিয়ে প্রায় ৭৫ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। এই টাকা আপনাদের টাকা।'
'মতুয়ারা বৈধ না হলে তো তুমিও অবৈধ, তাঁদের ভোটে কীকরে প্রধানমন্ত্রী হলেন?' অভিষেকের নিশানায় মোদী।
'পদ নয়, পতাকাই আসল।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন