/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/modi-abhishek-1.jpg)
নরেন্দ্র মোদী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পরীক্ষা ঘিরে আবারও কেন্দ্রের সঙ্গে রাজ্য়ের সংঘাতের আবহ। এবার ইউজিসি নেট পরীক্ষার সূচি নিয়ে মোদী সরকারকে নিশানা করল তৃণমূল। আগামী মাসে দুর্গাপুজোয় পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিন ইউজিসি নেট পরীক্ষার সূচি রাখা হয়েছে। এ নিয়েই 'আপত্তি' জানিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূল যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
টুইটারে নরেন্দ্র মোদীকে ট্য়াগ করে মমতার ভাইপো লিখেছেন, ''বাংলার সংস্কৃতি ও পড়ুয়াদের প্রতি নরেন্দ্র মোদীজির অবজ্ঞা সামনে চলে এল। ন্য়াশনাল টেস্টিং এজেন্সির কী হাস্য়কর সিদ্ধান্ত! এ বছর দুর্গাপুজোয় পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে ইউজিসি নেটের পরীক্ষা রাখা হয়েছে''।
.@narendramodi Ji’s blatant disrespect for the students and culture of Bengal is out in the open! What a ridiculous decision by @DG_NTA to schedule UGC NET exams on the auspicious days of Panchami, Shashti & Saptami, this Durga Puja. pic.twitter.com/cHgzELitwb
— Abhishek Banerjee (@abhishekaitc) September 19, 2020
আরও পড়ুন: বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে রাজ্য, তোপ ধনকড়ের
প্রসঙ্গত, কয়েকদিন আগেই জেইই-নিট পরীক্ষা নিয়ে আপত্তি তুলে মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বেশ কিছু বিরোধী দলকে। যেখানে অন্য়তম প্রধান বিরোধী মুখ ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। করোনা পরিস্থিতিতে জেইই ও নিট স্থগিতের দাবিতে বিরোধী দলগুলিকে একযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এ ইস্য়ুতে পশ্চিমবঙ্গ-সহ অ-বিজেপি শাসিত কয়েকটি রাজ্য় শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছিল।
করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের পরীক্ষার সিদ্ধান্ত বদলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠিও লেখেন বলে জানিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্য়ে কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে ফাইনাল পরীক্ষা নেওয়ার যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা পুনর্বিবেচনা করা হোক, এই আর্জি জানিয়েও মোদীকে চিঠি লিখেছিলেন মমতা। সেই পর্বের পর এবার পুজোর মধ্য়ে ইউজিসি নেট পরীক্ষার সূচি নিয়ে নতুন করে রাজ্য় বনাম কেন্দ্র সংঘাতের বাতাবরণ তৈরি হল বলেই মনে করছেন অনেকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন