/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/abhiek-judiciary.jpg)
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নজিরবিহীনভাবে বিচারব্যবস্থাকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতিদের দু-একজনদের বিরুদ্ধে যোগসাজশ ও তল্পিবাহকের বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
কী বলেছেন অভিষেক?
হলদিয়ার রানিচকে আিএনটিটিইউসি-র সভায় এ দিন বক্তব্য রাখেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই বিচারব্যবস্থার বিরুদ্ধে সরব হন। বলেন, 'আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থায় একজন দু’জন এমন আছেন যাঁরা যোগসাজশে কাজ করছেন তল্পিবাহক হিসেবে। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। মার্ডার কেসে স্টে দিয়ে দিচ্ছে, ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্টে দিতে পারেন না।'
এই কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হতে পারে বলে স্মরণ করিয়ে দেন সাংসদ। বলেন, 'যেটা বললাম তার জন্য অনেকের রাগ হবে। আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। কিন্তু, আমি সত্যি বলতে ভয় পাই না। যেটা ঠিক সেটা ১০০বার বলব। ভবিষ্যতে আবার বলব।'
তৃতীয় মমতা সরকারের মেয়াদ এক বছর অতিক্রম করেছে মাত্র। কিন্তু, তার মধ্যেই ভোট পরবর্তী হিংসা থেকে বগটুই, কয়লা-গরু পাচার মামালা সহ প্রায় এক ডজনেরও বেশি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত দু’মাসেই গোটা ছয়েক মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে দেওয়া হয়েছে। বাংলার পুলিশ বা সিআইডি-র উপর যে আদালতের আস্থা নেই তা স্পষ্ট। যার জেরে কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ এনেছে তৃণমূল। গোটা দেশেও বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। এবার সরাসরি বিচারব্যবস্থাকেই আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যদিও তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, 'গনতন্ত্রের সব রীতিনীতি, শালীনতা অতিক্রম করে গিয়েছে দিদির সরকার। এবার বিচার ব্যবস্থাকেও আক্রমণ করলেন ভাইপো। সবকিছুর উপর নিয়ন্ত্রণ পেতে মরিয়া ওরা। ভবিষ্যতের দিনগুলি বড় ভয়ঙ্কর।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'বাংলার মান মর্যাদা যতটুকু ছিল সেটাও ওরা শেষ করে দেবে।'
আরও পড়ুন-‘এখনও দলে কিছু অনুগামী কর্মী সেজে রয়েছে-চিহ্নিত করেছি’, শুভেন্দুর খাসতালুকে কড়া বার্তা অভিষেকের