বেশ কিছুদিন ধরে ‘ভাইপো’ সম্বোধন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। যাতে এদিন নতুন মাত্রা যোগ করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বের 'ভাইপো-ভাতিজা' খোঁচার জবাব দেন অভিষেক। তাঁর দাবি, 'সবার আক্রমণের কেন্দ্রবিন্দু ভাইপো। কিন্তু কেউ নাম নিতে পারে না। বুকের পাটা থাকলে ভাব বাচ্যে কথা বলে না বলে নাম নিয়ে দেখাক।' এদিন আক্রমণ শানাতে গিয়ে দিলীপ ঘোষকে 'গুন্ডা' ও কৈলাস বিজয়বর্গীয়কে 'বহিরাগত' বলেও তোপ দাগেন ডায়মণ্ড হারবারের সাংসদ।
সাতগাছিয়ায় বিজেপির সঙ্গেই এদিন যুব তৃণমূল সভাপতির আক্রমণের কেন্দ্রে ছিলেন বাম ও কংগ্রেস নেতৃত্বও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক। যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলেছেন, তাঁকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি, দম থাকলে আমার নাম নিয়ে বলুন।' দেশের প্রধানমন্ত্রীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে এদিন তৃণমূল সাংসদ বলেন,'ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও আমার নাম নিয়ে কথা বলার বুকের পাটা নেই।'
আরও পড়ুন: ‘তৃণমূলে কেউ লিফটে ওঠেনি-প্যারাশুটে নামেনি’, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের
আইনি ঝামেলা এড়াতেই বিরোধী নেতারা তাঁর নাম সরাসরি মুখে নেন না বলে দাবি করেছেন অভিষেক। সরাসরি নাম নেওয়ায় বিজেপি নেতাদের আইনি নোটিস পাঠানোর বিষয়টি এদিন স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তৃণমূল সাংসদের কথায়, 'মুকুল রায় তিন বছর আগে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভায় আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বিশ্ব বাংলার মালিক অভিষেক। হাইকোর্টে হারিয়েছি। দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় থেকে রাহুল সিনহা যাঁরাই নাম বলেছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। যেই নেবেন তাঁকে আদালতের দরজা দেখাব।'
আরও পড়ুন: ‘শেষ কথা জনগণই বলবে’, আগামীর বার্তা দিলেন শুভেন্দু?
এরপরই চড়া সুরে ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, 'আমি তো নাম নিয়ে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। সুনীল দেওধর বহিরাগত। আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। কেন এদের বহিরাগত বলব না?'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'ওরা একসময় গুন্ডামি করেছে। এখন আমাদের সময় এসেছে। হ্যাঁ, দিলীপ ঘোষ গুন্ডা। তাতে ওর কি যায় এসে যায়? সময় সব বলবে কে কটা এফআইআর করবে। ডিসেম্বরেই সব বুঝে যাবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন