কয়লা পাচার কাণ্ডে আজ, মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ই-মেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি আজ ইডি দফতরে হাজিরা দিতে পারছেন না।
আবার ডাকলে আসবেন বলেছিলেন। কিন্তু মাথানত করবেন না জানিয়েছিলেন। তাই ফের ইডি তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার। ফের দিল্লিতেই আজ, ২৯ মার্চ হাজিরা দিতে বলেছিল ইডি। গত ২১ মার্চ রাজধানীতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অভিষেক।
এদিকে, ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক-রুজিরা। তাঁদের হয়ে সোমবার শীর্ষ আদালতে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আবেদন জানান। কিন্তু প্রধান বিচারপতি এন ভি রামান্না সোমবার শুনানিতে রাজি হননি। যেহেতু মামলার শুনানি হয়নি তাই মনে করা হচ্ছে মঙ্গলবার ইডি-র হাজিরা এড়ালেন অভিষেক।
আরও পড়ুন গরু পাচার মামলায় অস্বস্তি বাড়ল অনুব্রতর, ডিভিশন বেঞ্চেও খারিজ ‘রক্ষাকবচ’ আর্জি
গত ২১ মার্চ ইডি দফতরে সাড়ে আট ঘণ্টা জেরা করা হয়েছিল অভিষেককে। ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, “আমার লুকানোর কিছু নেই। আমার বাড়ি থেকে ১০ কিমি দূরেই ইডি-র অফিস। কিন্তু আমাকে হেনস্তা করার জন্য ১৫০০ কিমি দূরে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। সারদা, রোজভ্যালিতে যাঁরা অভিযুক্ত তাঁদের কতবার ডেকেছে। তদন্তকারীদের আমি দোষ দিই না। আসুন গণতান্ত্রিক ভাবে লড়াই করি। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আবার ডাকলে আবার আসব, কিন্তু মাথা নত করব না।”