Advertisment

"মেদিনীপুরে ৪ জনের পার্টনারশিপে কোম্পানি চলছে", অধিকারীদের তোপ দাগলেন অভিষেক

এদিন দাঁতন ও শালবনীতে জোড়া নির্বাচনী সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee thunder storm murshidabad

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

ভোটের মুখে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল। সোমবার জঙ্গলমহলে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দাঁতন ও শালবনীতে জোড়া নির্বাচনী সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি থেকে শুরু করে দিলীপ ঘোষ, অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। পরে মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে নিয়ে বিশাল রোড শো করেন যুব তৃণমূলে সভাপতি। একনজরে দেখে নিন দুই সভায় কী বললেন অভিষেক-

Advertisment
  • একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ভাঙা পায়ে লড়াই করছেন।
  • বহিরাগতদের ঝেঁটিয়ে বিদেয় করুন, জামানত জব্দ করুন।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে বহিরাগত শত্রুদের রুখতে।
  • ২৫০ আসনে জিতে নিরঙ্কুশ ক্ষমতা দখল এক সময়ের অপেক্ষা।
  • বিজেপি লোকসভায় জিতিয়ে কী ফল পেলেন?
  • মমতাই একমাত্র পাশে এসে দাঁড়িয়েছে।
  • ঝাড়গ্রামের সভায় লোক হয়নি, ভাষণ দিতে আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • বিজেপির কুৎসাকে ঝেঁটিয়ে বিদেয় করবে বাংলার মানুষ।
  • বহিরাগতদের যোগ্য জবাব দিয়ে আট থেকে আশি মমতার পাশে দাঁড়ান।
  • মেদিনীপুরের মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়।
  • ভাঙা পায়ে খেলা হবে, ভাঙা পায়ে লড়াই হবে, ভাঙা পায়ে জেতা হবে।
  • তৃণমূল কংগ্রেসকে ধমকিয়ে চমকিয়ে কোনও লাভ নেই।
  • মেদিনীপুরের আবেগকে বিক্রি করে দিল্লির কাছে মাথা নত করেছ।
  • মীরজাফর-গদ্দারদের জবাব দিন।
  • স্বাস্থ্যসাথী কার্ডকে কুৎসা করছে, আর বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী কার্ড করে মমতাকে আশীর্বাদ করছেন।
  • দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বের করবে, আর দিল্লির বিজেপি সেই দিয়ে সোনার বাংলা করবে।
  • কেন এতদিন সোনার উত্তরপ্রদেশ-বিহার-ছত্তিশগড়-মধ্যপ্রদেশ-রাজস্থান হল না।
  • তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা!
  • আমরা জয় বাংলা বললে বাংলাদেশি স্লোগান, আর তোমরা সোনার বাংলা বললে ঠিক না!
  • বিজেপি ক্ষমতায় এলে কন্যাশ্রী-স্বাস্থ্যসাথী সহ সমস্ত প্রকল্প বন্ধ করে দেবে বিজেপি।
  • বাংলার মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়।
  • আপনার ঐক্যবদ্ধ থাকুন, এই মেদিনীপুরের নাম ও গৌরব ধুলোয় মিশিয়েছে তাঁদের উচিত জবাব দিন।
  • গ্যাস-পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে আর বলছে কি না সোনার বাংলা করব!
  • বিজেপি ক্ষমতায় এলে বিদ্যাসাগর সেতুর নাম মোদী সেতু করে দেবে, মেদিনীপুরের নাম মোদিনীপুর করে দেবে।
  • বলছে কি না, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি! আর মেদিনীপুরে চারজনের পার্টনারশিপে কোম্পানি চলছে?
  • মেদিনীপুর একটি পরিবারের কুক্ষিগত থাকবে না, এই জেলা সবার। কারও একার সম্পত্তি নয়।
publive-image
মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বিশাল রোড শো অভিষেকের।
tmc abhishek banerjee June Malia West Bengal Assembly Election 2021
Advertisment