scorecardresearch

‘কেন বাংলাদেশ যাচ্ছেন না?’, সীমান্তবর্তী শান্তিপুরে দাঁড়িয়ে মোদীকে নিশানা অভিষেকের

প্রতিবেশী দেশে সনাতনীদের উপর হামলার জন্য শান্তিপুরের ভোটে বিজেপি প্রার্থী আগের তুলোনায় তিন গুণ বেশি ভোট পাবেন বলে দাবি করেছেন শুভেন্দু।

abhishek banerjee slams modi on bangladesh violence-issue at shantipur bypoll campaign
নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফরে তৃণমূলে সর্বাবভারতীয় সাধারণ সম্পাদক।

শারদীয়া উৎসবে বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। ওপার বাংলার ঘটনায় উত্তাল হয় এপার। সোচ্চার হয় বিজেপি। দুই দেশের সীমান্তবর্তী শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে বাংলাদেশে সনাতনী হিন্দুদের আক্রমণের ঘটনাকে পুঁজি করে তৃণমূলের নীরবতা নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন, বাংলাদেশের ঘটনায় শান্তিপুরের উপনির্বাচনে পদ্ম প্রার্থীর ভোটের ব্যবধান তিন গুণ বেড়ে যাবে। এদিন প্রচারে গিয়ে তারই পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদীকে। বললেন, ‘বিজেপি’বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করছে।’

কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

মঙ্গলবার শান্তিপুরে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই বাংলাদেশের ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলে সরব হন অভিষেক। আক্রমণের মধ্যমণি করেন খোদ প্রধানমন্ত্রীকে। তাঁর প্রশ্ন, ‘বাংলাদেশে যা ঘটেছে তাকে ধিক্কার জানাই। কিন্তু, ওরা এটা নিয়ে ধর্মের রাজনীতি করছে। ২৭ মার্চ বাংলার ভোটের সময় বাংলাদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। নির্বাচনের সময় যেতে পারলে এখন কেন যাচ্ছেন না? কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে পাঠাচ্ছেন না?’

সেই সময়ে মোদীর বাংলাদেশ যাত্রাকে ‘ডিল’ বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওরা এখানে জয় বাংলা বলতে পারে না। কিন্তু বাংলাদেশে গেলে বলে জয় বাংলা। ভোটের সময় ওখানে ডিল করে আসবেন, আর ভোটের সময় বাংলায় এসে বিভাজনের তাল খেলে জয়ের স্বপ্ন দেখবেন। তার পরিণতি কি, এখন বিজেপি টের পেয়েছে। মুখে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এখন আর প্রধানমন্ত্রী, স্বারাষ্ট্রমন্ত্রী আসছেন না।’

আরও পড়ুন- পাহাড়ে জিটিএ নির্বাচন কবে? কার্শিয়ঙের বৈঠক থেকেই ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- কংগ্রেস ভাঙছে, নীতির প্রশ্নে দলের রাজ্য নেতৃত্বের ‘অনৈক্য-অসামঞ্জস্যতা’কে দায়ী করলেন সনিয়া

তৃণমূলের ‘নম্বর ২’য়ের মতে, গত সাত বছরে বাংলার সনাতনত ধর্মের উন্নয়নে কোনও কাজ করেনি বিজেপি। উদ্বাস্তু, মতুয়া, গোস্বামী অধ্যুষিত শান্তিপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জোর গলায় বলেছিলেন যে, ‘বাংলাদেশের ঘটনায় শান্তিপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর ভোটের ব্যবধান আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে।’ জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিতর্কের জন্য আমি তৈরি। রাজ্যের বিরোধী দলনেতা স্থান, কাল ঠিক করুন। সনাতন ধর্মের উন্নতি সহ গত সাত বছরে কিছুই হয়নি তা দেখিয়ে দেব। ১০ বছরের এ রাজ্যে কী উন্নয়ন হয়েছে তা মানুষ দেখেছেন। ওরা জানাক মানুষের জন্য মোদী সরকার কী কী কাজ করেছে।’

এছাড়াও প্রচারে অভইষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শান্তিপুর, দিনহাটায় বিজেপির দু’জন সাংসদ প্রার্থী হয়েছিলেন। স্বার্থ, রাজনৈতিক লালসায় জনগণের রায় প্রত্যাখ্যান করেছেন।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Abhishek banerjee slams modi on bangladesh violence issue at shantipur bypoll campaign