Advertisment

‘নেতার নির্দেশ শুনতে হবে না, নিজের যা ঠিক মনে হবে তাই করুন’

অভিষেক এও বলেছেন, ''কোনও নেতাকে পরোয়া করবেন না। যেটা ঠিক মনে হয় সেটা করুন''।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মানুষের কাজের জন্য় তৃণমূলে যোগ দিন, তবে কিছু পাওয়ার আশা করবেন না-দলের নবাগত কর্মীদের উদ্দেশে কার্যত এমন বার্তাই দিলেন তৃণমূলের যুব সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 'আপনারা কিছু পাওয়ার জন্য় নয়, কিছু দেওয়ার জন্য় যোগ দিয়েছেন', ভিডিও কনফারেন্সে যুব যোদ্ধাদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন অভিষেক।

Advertisment

উল্লেখ্য়, পদ ও দায়িত্ব বণ্টন নিয়ে তৃণমূলে বিভিন্ন নেতা-কর্মীরা মাঝেমধ্য়েই বঞ্চনার অভিযোগ তোলেন। এই প্রেক্ষিতে অসন্তোষ রুখে দলের সংগঠন অটুট রাখতে একুশের নির্বাচনী লড়াইয়ের আগে নবাগত সদস্য়দের উদ্দেশে অভিষেকের এমন বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন: দিলীপের সঙ্গে কি তাঁর বিরোধ? মুখ খুললেন মুকুল

করোনা পরিস্থিতি ও আমফান বিধ্বস্ত বাংলার মানুষের পাশে দাঁড়াতে গত জুন মাসে 'বাংলার যুবশক্তি' তৈরি করেছে তৃণমূল যুব কংগ্রেস। সেই কর্মসূচিতে ইতিমধ্য়েই লাখ লাখ 'যুব যোদ্ধা' সামিল হয়েছেন। এদিন যুব যোদ্ধাদের উদ্দেশে অভিষেক এও বলেছেন, ''কোনও নেতাকে পরোয়া করবেন না। যেটা ঠিক মনে হয় সেটা করুন''।

'বাংলার যুবশক্তি'-র সদস্য়সংখ্য়া ৬.৫ লক্ষ থেকে শীঘ্রই ২০ লাখে পৌঁছোবে বলে আশাপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ''রাজ্য়ে আমাদের ২.৫ কোটি মানুষের কাছে পৌঁছোতে হবে''। এই কর্মসূচিতে সকলকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন অভিষেক। এমনকি, ভিন রাজনৈতিক দলের সদস্য় হলেও তাঁরা মানুষের কাজে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন বলেও বার্তা দিয়েছিলেন তৃণমূল যুব সভাপতি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc abhishek banerjee
Advertisment